পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Protest on Dengue: ডেঙ্গি অভিযানে ফাটল বিজেপি কর্মীর নাক, অভিযুক্ত তৃণমূল - নৈহাটি পৌরসভায় বিজেপির ডেঙ্গি অভিযান

বিজেপির ডেঙ্গি অভিযানে তৃণমূলের হামলার অভিযোগ(BJP Protest on Dengue)৷ আহত একাধিক বিজেপি কর্মী ৷ যদিও তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে ৷

Etv Bharat
ডেঙ্গি অভিযানে ফাটল বিজেপি কর্মীর নাক

By

Published : Nov 25, 2022, 9:28 PM IST

নৈহাটি, 24 নভেম্বর: বিজেপির ডেঙ্গি অভিযান ঘিরে শুক্রবার ধুন্ধুমার পরিস্থিতি নৈহাটি পৌরসভা চত্বরে(BJP Shows Protests on Dengue Issue in Naihati Municipality)। হামলা ও মারধরের জেরে মহিলা বিজেপি কর্মীর নাক ফেটে ঝড়ল রক্ত ৷ কাঠগড়ায় শাসকদল । সবটাই ঘটল পুলিশের সামনে ।

এই ঘটনায় বিজেপি নেতৃত্বের দাবি, আগে থেকেই সেখানে বহিরাগতদের জড়ো করেছিল শাসকদল । তাঁদের মদতেই হামলা চালায় বহিরাগতরা । হামলায় ওই মহিলা বিজেপি কর্মী ছাড়াও আরও কয়েকজন আক্রান্ত হয়েছেন । তাঁদের চিকিৎসার জন্য নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে পালটা গেরুয়া শিবিরের বিরুদ্ধেই হামলা ও ছিনতাইয়ের অভিযোগ এনেছে তৃণমূল । ফলে, অভিযোগ ও পাল্টা অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে নৈহাটি পৌরসভা এলাকায় ।

আরও পড়ুন :রাস্তায়, পৌর অফিসে মশারি খাটিয়ে বিক্ষোভ বিজেপির

জানা গিয়েছে, ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে শুক্রবার বিকেলে নৈহাটি পৌরসভা অভিযানের ডাক দেয় বিজেপি ৷ সেই মতো দলীয় কর্মী সমর্থকরা মিছিল করে এসে পৌরসভার সামনে জড়ো হন । ডেঙ্গি নিয়ন্ত্রণে তৃণমূল পরিচালিত নৈহাটি পৌরসভা ব্যর্থ, এই অভিযোগ তুলে শুরু হয় স্লোগান । উলটো দিক থেকে পালটা স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা ৷ তারই মাঝে দুর্ভেদ্যের মতো আগলে দাঁড়িয়েছিল পুলিশ । কিন্তু পরিস্থিতি হঠাৎই বেগতিক হয়ে যায় ৷ স্লোগানের মধ্যেই তৃণমূলের লোকজন আচমকাই পুলিশের সামনে মারমুখী হয়ে ওঠে বলে অভিযোগ । বিজেপির কর্মীরা পালটা প্রতিরোধ করার চেষ্টা করলে দু'পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে । বিজেপির এক মহিলা কর্মীকে চুলের মুঠি ধরে তাড়া করে মারধর করার অভিযোগ উঠেছে শাসকদলের একাংশের বিরুদ্ধে । যার জেরে রক্ত ঝড়ে ওই মহিলা কর্মীর নাকও মুখ থেকে । পুলিশ এবং দলের কয়েকজনের প্রচেষ্টায় কোনওরকমে সেখান থেকে পালিয়ে রক্ষা পান ওই কর্মী ৷

ডেঙ্গি অভিযান ঘিরে নৈহাটি পৌরসভায় ধুন্ধুমার
আক্রান্ত ওই বিজেপি কর্মী বলেন,"ডেঙ্গি নিয়ে এদিন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে এসেছিলাম । কিন্তু তৃণমূলের লোকজন হামলা চালাল । রাজ্যে যা পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূলের রাজত্বে গণতান্ত্রিকভাবে কোনও আন্দোলন করা যাবে না ।" যদিও বিজেপির বিরুদ্ধেই গুণ্ডামি ও অশান্তি পাকানোর অভিযোগ এনে সরব হয়েছেন নৈহাটি পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা অশোক চট্টোপাধ্যায় ।

আরও পড়ুন :রাজ্যে ডেঙ্গির প্রকোপ বাড়ছে, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

ABOUT THE AUTHOR

...view details