পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP 2056 সালে বাংলায় ক্ষমতায় আসার কথা ভাবুক, মন্তব্য জ্যোতিপ্রিয়র - Jyotipriyo Mullick

আজ উত্তর 24পরগনার হাবড়া-01 BDO অফিসে জলমগ্ন সমস্যা সমাধানের লক্ষ্যে এক আলোচনা সভার শেষে একথা বলেন তিনি ৷

Jyotipriyo Mullick
BJP 2056 সালে বাংলায় ক্ষমতায় আসার কথা ভাবুক, মন্তব্য জ্যোতিপ্রিয়র

By

Published : Sep 1, 2020, 10:41 PM IST

হাবড়া, 1 সেপ্টেম্বর : আমরা 2021 নিয়ে ভাবছি না । 21 নিয়ে আমাদের ভাবনা হয়ে গেছে । 21 সালের ফল বেরিয়ে গেছে । আমরা 26, 31, 36 নিয়ে ভাবছি । মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা ভালো । BJP 2056 তে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখুক । এমনই মন্তব্য করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । আজ উত্তর 24পরগনার হাবড়া-01 BDO অফিসে জলমগ্ন সমস্যা সমাধানের লক্ষ্যে এক আলোচনা সভার শেষে একথা বলেন তিনি ৷

আজ তিনি BJP নেতাদের কটাক্ষ করে বলেন, "BJP নেতারা চোর, ডাকাত । BJP-র 95 শতাংশ নেতা মহিলা সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়েছেন । প্রতিদিন সেগুলো প্রকাশ্যে আসছে । আর নেতাদের বহিষ্কার করা হচ্ছে । ওদের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনও মন্তব্য শুনতে চাই না । সায়ন্তন, দিলীপ, রাহুল সব ছোকড়ার দল ।"

কৈলাস বিজয়বর্গীয় সম্পর্কে খাদ্যমন্ত্রী বলেন, "শুনছি তিনি বিধাননগরে ভোটার তালিকায় নাম তুলেছেন । উনি তো মধ্যপ্রদেশের লোক । সেখানে ভোট দেবেন । এখানে কেন নাম তুলেছেন? ওরা যা করছে তাতে ওদের লজ্জাদিবস পালন করা উচিত । ওরা ভুলে যাচ্ছে বাংলা শিক্ষা সংস্কৃতির জায়গা । এখানে এসব চলবে না । মানুষ ওদের প্রত্যাখ্যান করবে ।"

পাশাপাশি হাবড়াসহ সংলগ্ন এলাকা জলমগ্ন হওয়ার কারণ হিসেবে টিপির পার্ককে দায়ী করে CPI(M)-র দিকে অঙ্গুল তোলেন । তিনি বলেন,"বাম আমলে 42 লাখ টাকায় খরচ করে অবৈজ্ঞানিক ভাবে তৈরি করা হয়েছিল টিপি পার্ক ।" তৎকালীন CPI(M)-র জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা গুপ্তর সমালোচনা করে তিনি বলেন, "আগামীতে টিপি পার্ক ভেঙে জল সমস্যার সমাধান করা হবে ।"

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে বলেন, "তিনি আমাদের নেতা ছিলেন । প্রণব মুখোপাধ্যায় শুভবুদ্ধিসম্পন্ন বাঙালি রাষ্ট্রপতি ছিলেন । এটাই আমাদের গর্ব । তিনি দূরদৃষ্টিসম্পন্ন মানুষ ছিলেন । তাঁর মৃত্যু বেদনার ।"

BJP 2056 সালে বাংলায় ক্ষমতায় আসার কথা ভাবুক, মন্তব্য জ্যোতিপ্রিয়র

আজ হাবরা বিডিও অফিসে জলমগ্ন এলাকার সমস্যা সমাধানের লক্ষ্যে ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাদুড়িয়া ও হাবড়ার BDO, সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার-সহ জনপ্রতিনিধিরা । সভা শেষে বারুইপাড়ার জলমগ্ন অসহায় 56টি পরিবারের হাতে খাদ্যমন্ত্রী থালা, গ্লাস, বাটি, হাতা, কড়াইসহ চাল ডাল তেল তুলে দেন ।

ABOUT THE AUTHOR

...view details