দত্তপুকুর, 14 জানুয়ারি: চড়কাণ্ডে আন্দোলনের তীব্রতা যত বাড়ছে ততই যেন তেতে উঠছে রাজ্য-রাজনীতি! ঘটনার পরপরই অভিযুক্ত তৃণমূল কর্মী শিবম রায়ের গ্রেফতারের দাবিতে পথে নেমে সরব হয়েছিলেন বিজেপির নেতা-কর্মীরা। সেই আন্দোলনের রেশ কাটতে না-কাটতেই এবার অভিযুক্ত তৃণমূল কর্মীর বাড়ির সামনে থেকে মিছিল করে হুঁশিয়ারি দিলেন পদ্মশিবিরের কর্মী-সমর্থকরা (BJP Organized a Rally in Duttapukur)। যার জেরে শনিবার সন্ধ্যায় ফের সরগরম হয়ে ওঠে দত্তপুকুরের নীলগঞ্জ সুভাষনগর এলাকা।
যদিও বিজেপির তরফে স্লোগান, শাসকদলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেওয়া হলেও শান্তিপূর্ণভাবেই এদিন শেষ হয়েছে গেরুয়া শিবিরের প্রতিবাদ মিছিল। চড়কাণ্ডে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে শনিবার রাজ্যজুড়েই প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে বিজেপির তরফে। সেইমতো এদিন সন্ধ্যায় সুভাষনগরের দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় স্থানীয় নেতৃত্বের উদ্যোগে। মিছিলের পুরোভাগে ছিলেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র।
মিছিল প্রায় দু'কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় এসে মিলিত হয় সুভাষনগরের পার্টি অফিসের সামনে। মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়ায় দলীয় কর্মী-সমর্থকদের নিশানার কেন্দ্রবিন্দুতে ছিলেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। অভিযুক্ত শাসকদলের কর্মীর বাড়ির সামনে থেকে মিছিল যাওয়ার সময়ও দেওয়া হয় স্লোগান এবং হুঁশিয়ারি। তাতে রীতিমতো সরগরম হয়ে ওঠে এলাকা। এই ইস্যুতে তৃণমূলকে আবার হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে বিজেপির জেলা সভাপতি তাপস মিত্রকে।