ঠাকুরনগর, 31 জুলাই : রামমন্দিরের ভূমিপুজোর জন্য ঠাকুরনগরের ঠাকুরবাড়ি থেকে মাটি ও জল পাঠানো হল অযোধ্যায় । আগেও রাজ্যের একাধিক জায়গা থেকে সেখানে মাটি পাঠানো হয়েছে । এবার সেই তালিকায় যুক্ত হল ঠাকুরবাড়ির নাম । বৃহস্পতিবার মতুয়াদের রীতি মেনেই বনগাঁর BJP সাংসদ শান্তনু ঠাকুর ঠাকুরবাড়ির মাটি ও জল তুলে দেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের হাতে । এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল । তাদের কথায়, মন্ত্রী হওয়ার লোভে রামমন্দির নিয়ে আগ্রহ দেখাচ্ছেন শান্তনু ।
বৃহস্পতিবার শান্তনু ঠাকুর, তাঁর পরিবারের সদস্য ও আরও কয়েকজন প্রথমে কামনা সাগরে আসেন । এক মতুয়া ভক্ত কামনা সাগরে নেমে ডুব মাটি সংগ্রহ করেন । ছোটো ঘটে নেওয়া হয় কামনা সাগরের জল ৷ তারপর মাটি আর জল মাথায় করে নাটমন্দিরে আসেন সাংসদ । ঠাকুরবাড়ির নিয়মকানুন মেনেই কামনা সাগরের জল ও মাটি বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ।