পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP সাংসদের উদ্যোগে ঠাকুরবাড়ির মাটি ও জল গেল অযোধ্যায় - BJP সাংসদ শান্তনু ঠাকুর

বৃহস্পতিবার বনগাঁর BJP সাংসদ শান্তনু ঠাকুর ঠাকুরবাড়ির মাটি ও জল তুলে দেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের হাতে । যা পৌঁছে যাবে অযোধ্যায় ।

Soil and water of Thakurbari sent to Ayodhya
ঠাকুরবাড়ি

By

Published : Jul 31, 2020, 5:42 AM IST

ঠাকুরনগর, 31 জুলাই : রামমন্দিরের ভূমিপুজোর জন্য ঠাকুরনগরের ঠাকুরবাড়ি থেকে মাটি ও জল পাঠানো হল অযোধ্যায় । আগেও রাজ্যের একাধিক জায়গা থেকে সেখানে মাটি পাঠানো হয়েছে । এবার সেই তালিকায় যুক্ত হল ঠাকুরবাড়ির নাম । বৃহস্পতিবার মতুয়াদের রীতি মেনেই বনগাঁর BJP সাংসদ শান্তনু ঠাকুর ঠাকুরবাড়ির মাটি ও জল তুলে দেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের হাতে । এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল । তাদের কথায়, মন্ত্রী হওয়ার লোভে রামমন্দির নিয়ে আগ্রহ দেখাচ্ছেন শান্তনু ।

বৃহস্পতিবার শান্তনু ঠাকুর, তাঁর পরিবারের সদস্য ও আরও কয়েকজন প্রথমে কামনা সাগরে আসেন । এক মতুয়া ভক্ত কামনা সাগরে নেমে ডুব মাটি সংগ্রহ করেন । ছোটো ঘটে নেওয়া হয় কামনা সাগরের জল ৷ তারপর মাটি আর জল মাথায় করে নাটমন্দিরে আসেন সাংসদ । ঠাকুরবাড়ির নিয়মকানুন মেনেই কামনা সাগরের জল ও মাটি বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ।

শান্তনু ঠাকুর বলেন, "মতুয়ারাও চেয়েছিল অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা হোক । তাই 5 অগাস্ট রামমন্দিরের ভূমিপুজোর দিন অন্যান্য তীর্থস্থানের মতো ঠাকুরবাড়ির জল ও মাটি পৌঁছাবে অযোধ্যায় ।"

যদিও অযোধ্যায় ঠাকুরবাড়ির মাটি ও জল পাঠানোকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস । তৃণমূল প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি ধ্যানেশ নারায়ণ গুহ বলেন, "কামনা সাগর কয়েক বছর আগেও কুয়োর মতো ছোটো ছিল । আজ যেখানে নেমে শান্তনু ঠাকুর জল ও মাটি সংগ্রহ করেছেন সেই কামনা সাগরের রূপ দিয়েছেন মমতা বন্দোপাধ্যায় । শান্তনু ঠাকুর অধিকাংশ মতুয়ার মত নেননি । অধিকাংশেরই এতে মত নেই । আসলে শান্তনু মন্ত্রী হওয়ায় লোভে এই কাজ করেছেন । "

ABOUT THE AUTHOR

...view details