সন্দেশখালি, 8 জুন : 2019 সালের 8 জুন উত্তর 24 পরগনার সন্দেশখালির ভাঙিপাড়ায় রাজনৈতিক সংঘর্ষে খুন হয়েছিলেন BJP-র দুই কর্মী। নিখোঁজ ছিলেন আরও এক BJP কর্মী । খুন হন এক তৃণমূল কর্মীও । আজ সেই ঘটনার একবছর ঘুরল । আজ সন্দেশখালিতে সংঘর্ষে নিহত BJP কর্মীদের স্মরণসভায় উপস্থিত ছিলেন BJP নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও । নিহত ও নিখোঁজ BJP কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে কথা বলেন সাংসদ ।
সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে বলতেই তাঁকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন নিহত দুই BJP কর্মীর পরিবারের লোকেরা । তাঁরা দোষীদের শাস্তির দাবি তোলেন । দলের পক্ষ থেকে আগেই নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে । লকেট আজ তাঁদের পাশে দাঁড়িয়ে সমস্ত রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন ।