বারাসত, 2 জানুয়ারি: পৌর নির্বাচনে দলীয় প্রার্থীদের মুচলেকা দেওয়ার নিদানে অনড় রইলেন বিজেপি সাংসদ অর্জুন সিং (BJP MP Arjun Singh sticks to his stand) । রবিবার বারাসতে দলের এক নির্বাচনী বৈঠকে যোগ দেন তিনি অর্জুন ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বিজেপি'র থেকে টিকিট নেব । বিজেপির টিকিটে জিতব । পরে আবার তৃণমূলে চলে যাব, এসব আর হবে না । কিছু লোকের মধ্যে এই ধরনের প্রবণতা থাকে ৷"
উদাহরণ হিসেবে তৃণমূলে যাওয়া দলের সাত বিধায়কের প্রসঙ্গও টেনে আনেন এই বিজেপি সাংসদ । বলেন, "তৃণমূলে যাওয়া সাত বিধায়কের কোনও লাজলজ্জা নেই । দল ছাড়ার আগে বিধায়ক পদ থেকে পদত্যাগ করা উচিত ছিল ওদের । বিজেপি'র টিকিটে ভোটে জিতব, পরে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উন্নয়নে সামিল হতে তৃণমূলের ঝান্ডা তুলে নেব এসব রুখতেই দলীয় প্রার্থীদের মুচলেকা দিতে হবে আগে থেকে । সেটাই বলা হয়েছে সকলকে"। অর্জুন সিংয়ের দাবি, ইতিমধ্যে চারটি পৌরনিগমের নির্বাচনে দলীয় প্রার্থীরা পার্টির কাছে এই মুচলেকা জমা দিয়েছেন ৷