কলকাতা, 2 মে: দিল্লি থেকে কলকাতা ফিরলেন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh Returns From Delhi) ৷ সোমবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে তাঁর বৈঠক প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, "এটা একটা প্রক্রিয়া চলছে । বস্ত্রমন্ত্রীর সঙ্গে দেখা হল । আগে ওনাদের সেরকম ইতিবাচক মনে না হলেও এখন ইতিবাচক কথা হয়েছে । আর এজন্যই মিটিংটা ডাকা হয়েছে, আমরা আশাবাদী ৷"
রাজ্যে হিংসার ঘটনার প্রতিবাদে সোমবার কলকাতায় মিছিল করে বঙ্গ বিজেপি নেতৃত্ব ৷ কিন্তু এদিনের মিছিলে দেখা মেলেনি অর্জুন সিংয়ের ৷ ফলে তাঁর বর্তমান অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে ৷ এই প্রসঙ্গে এদিন অর্জুন জানান, মিছিলে না যাওয়া নিয়ে তাঁর দল বদলের কোনও সম্পর্ক নেই ৷ কারণ বস্ত্রমন্ত্রকের সচিবের সঙ্গে এদিন তাঁর বৈঠক ছিল ৷ দল সেকথা জানে ৷ দলই তাঁকে ওই বৈঠকে পাঠিয়েছিল ৷