নৈহাটি, 12 জানুয়ারি : বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ ঘটেছিল নৈহাটির ছাইঘাট এলাকায় । বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল যে তার প্রভাব গঙ্গার ওপারে চুঁচুড়াতেও দেখা যায় । গতকাল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ছাইঘাট এলাকা পরিদর্শনে যান অর্জুন সিং । সেখানে সাংবাদিকদের সামনে তিনি দাবি করেন, ওই বাজি কারখানাগুলিতে বোমা তৈরি হচ্ছিল । শুধু তাই নয়, আগামী পৌরসভা নির্বাচনের জন্য নৈহাটির এই কারখানাগুলিতে বোমা তৈরি হচ্ছিল বলে দাবি অর্জুনের । পাশাপাশি এই ঘটনার জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে দায়ি করে বলেন, "দিদির ভাইরা লুঙ্গি-টুপি পরে বোমা তৈরি করছে ।"
নৈহাটির এই বাজি কারখানাগুলি থেকেই দক্ষিণ 24 পরগনা, নদিয়া সহ একাধিক জায়গায় বোমা আমদানি-রপ্তানি হয় বলে দাবি করেন অর্জুন সিং । একইসঙ্গে মমতাকে কটাক্ষ করে তিনি বলেন, "এটা কুটির উদ্যোগ । পুলিশ কমিশনার মনোজ ভার্মা একথা নিজে স্বীকার করেছেন । দিদিমণির এরকম কুটির উদ্যোগ অনেক আছে । ক্ষমতায় আসার পর এই কুটির উদ্যোগ আরও বাড়িয়েছেন উনি । এখন জুয়া , হেরোইন কুটির উদ্যোগ হয়েছে । আর বোমার কারখানা আরও বেড়ে গেছে । তৃণমূল স্থানীয় নেতা, বিধায়ক, যুব নেতাদের তত্ত্বাবধানে এসব চলছিল । "