গাইঘাটা,24 মে : দিলীপ ঘোষের পর শান্তনু ঠাকুর। আমফানে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে ফেরার সময় বনগাঁর BJP সাংসদ শান্তনু ঠাকুরের পথ আটকানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। তাঁকে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ।
BJP সাংসদ শান্তনু ঠাকুরকে হেনস্থার অভিযোগ - সাংসদ শান্তনু ঠাকুর
আজ বিকালে বনগাঁ লোকসভা কেন্দ্রের চাঁদপাড়া-দেবীপুর এলাকায় আমফানে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের সঙ্গে দেখা করতে গেছিলেন শান্তনু ঠাকুর । সেখান থেকে ফেরার পথেই তাঁর পথ আঠকানো হয় বলে অভিযোগ ।
আজ বিকালে বনগাঁ লোকসভা কেন্দ্রের চাঁদপাড়া-দেবীপুর এলাকায় আমফানে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের সঙ্গে দেখা করতে গেছিলেন শান্তনুবাবু । তাঁর সঙ্গে দু'জন নিরাপত্তারক্ষী ছিলেন । কয়েকজন কর্মী-সমর্থকও ছিলেন। সাংসদের দাবি, তাঁরা প্রত্যেকেই সামাজিক দূরত্ব বজায় রেখেছিলেন ।
দেবীপুরে কয়েকটি পরিবারের সঙ্গে দেখা করে তিনি বাড়ি ফিরছিলেন । অভিযোগ, সেই সময় বনগাঁর SDPO অশেষ ঘোষদস্তিদার ও গাইঘাটা থানার OC লিটন রক্ষিত তাঁদের পথ আটকান । সেই সময় তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ করেন শান্তনু ঠাকুর। যদিও পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।