বনগাঁ, 18 জুলাই : আস্থাভোটে বনগাঁয় কে জয়ী তা নিয়ে বিতর্ক অব্যাহত । তৃণমূল ও BJP দু'পক্ষই জয়ের দাবিতে অনড় । তারই মধ্যে বুধবার দুপুরে বনগাঁ পৌরসভায় পৌরপ্রধানের চেয়ারে বসলেন তৃণমূলের শংকর আঢ্য । অন্য দিকে BJP কাউন্সিলররা গেলেন কলকাতা হাইকোর্ট । বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে তাঁরা আবেদন করেছেন । আজ মামলার শুনানি ।
পৌরপ্রধান হিসেবে কাজ করছেন কি না সে প্রশ্নের জবাবে শংকর আঢ্য বলেন, "অবশ্যই কাজ করার জন্যই এসেছি । গোটা বনগাঁর মানুষ দীর্ঘদিন ধরে পরিষেবা থেকে বঞ্চিত । রাজনীতি যতই থাকুক, আমরা একসঙ্গে মিলে বনগাঁর মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি । পরিষেবা স্বাভাবিক না রাখলে বনগাঁর মানুষ আমাদের ক্ষমা করবে না।''