বারাসত, 1 জানুয়ারি: 'হুমকি'-বিতর্কে থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ তারপরও দমছেন না বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ৷ উলটে, বিতর্কিত মন্তব্যের যুক্তি দিতে গিয়ে পুলিশের বিরুদ্ধে সুর আরও চড়িয়েছেন তিনি ৷ সেই সঙ্গে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, বিতর্কিত মন্তব্যের জন্য পিছু হঠছেন না ৷ কার্যত অনড় তিনি (Bangaon Dakshin BJP MLA Swapan Majumder police threat controversy) ।
দলীয় সভা থেকে ওসি-আইসিদের মাথা ফাটানোর হুমকি, থানা জ্বালিয়ে দেওয়ার নিদান দিয়ে শনিবার বিতর্কে জড়িয়ে ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ৷ তার জেরে এদিন রাতে অশোকনগর থানায় অভিযোগও দায়ের হয়েছে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ৷ তৃণমূলের পক্ষ থেকে দায়ের করা মামলায় তাঁর বিরুদ্ধে উসকানি দেওয়া, হিংসা ছড়ানোর চেষ্টার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে ৷
অভিযোগ দায়ের হতেই শনিবার রাতে তড়িঘড়ি বারাসতে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে পালটা তার জবাবও দিয়েছেন বিজেপি বিধায়ক । তাঁর কথায়, "গত দু'বছরে দুশোরও বেশি বিজেপি কার্যকর্তাকে খুন করা হয়েছে । খুনের পর কখনও সেই দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে গাছে ।আবার কখনও আন্দোলন করতে গিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে । এরকম ঘটনা ভুরি ভুরি রয়েছে । অথচ, পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না । কারণ, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে । শাসকদলের ওসি-আইসিরা থানার ইশারাতে চলছে ৷ তাই মনে হয়েছে পুলিশকে শিক্ষা দেওয়া দরকার । সেই কারণে পুলিশকে 'হুমকি'-দিতে বাধ্য হয়েছি ৷"