মধ্যমগ্রাম, 6 অগস্ট: তৃণমূল বিধায়ক মদন মিত্রের ফেসবুক লাইভ নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।রীতিমতো অশালীন ভাষায় মদন মিত্রকে আক্রমণ করে তিনি বলেন, "কাটমানির টাকা হজম করার জন্য তিনি এখন কচি কচি বান্ধবী নিয়ে ঘুরে বেড়ান। তা নিয়ে আবার ফেসবুক পোস্ট হয়। তৃণমূল দলে চোর ছাড়া সৎ ব্যাক্তি পাওয়া দুষ্কর। সকলেই জানে তৃণমূল মানেই চোর ৷"
Madan Mitra: ' কাটমানির টাকা হজম করতে বান্ধবীদের নিয়ে ঘোরেন,' মদনকে আক্রমণ বিজেপি বিধায়কের - তৃণমূল বিধায়ক মদন মিত্র
BJP MLA Swapan Majumder attacks Madan Mitra: দলের একাংশের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগড়ে ফেসবুক লাইভে রবিবার একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। আর তা নিয়েই এবার রীতিমতো অশালীন ভাষায় মদন মিত্রকে আক্রমণ করলেন বনগাঁর বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।
এর আগে,দলের একাংশের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগড়ে ফেসবুক লাইভে রবিবার একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, "কিছু দালাল, চিটিংবাজ ঢুকে দলে নোংরামি করার চেষ্টা করছে। সিপিএম এবং বিজেপিকে তেল দিয়ে রাতের অন্ধকারে দলকে ছোবল মারার চেষ্টাও করছে তারা। এতে দলের ক্ষতি হচ্ছে ৷" এখানেই শেষ নয়, একই সঙ্গে, একধাপ এগিয়ে বিধায়ক মদন মিত্র বলেন, "দলের বিপদের সময় নেতা-মন্ত্রীরা পালিয়ে গেলেও সেই সময় দলকে বাঁচাবে একমাত্র তৃণমূল কর্মীরাই ৷" মদনের এই ফেসবুক লাইভ এবং তাতে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ নিয়ে অনেকেই মনে করছেন, 2026-এর বিধানসভা নির্বাচনে হয়তো টিকিট পাওয়া নিয়ে কোথাও অনিশ্চয়তায় ভুগছেন শাসকদলের এই বিধায়ক। তারও কিছুটা ইঙ্গিত মিলেছে মদনের ফেসবুক লাইভ থেকে।
তৃণমূল বিধায়ক মদন মিত্রের এই ফেসবুক লাইভ নিয়ে বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারকে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বিতর্কিত মন্তব্য করে বসেন ৷ এদিন উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে দলীয় এক রক্তদান শিবিরে যোগ দিতে আসেন বিজেপির এই বিধায়ক। সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "মদন মিত্র প্রথম সারির তৃণমূল নেতাদের একজন ছিলেন। কাটমানি খেয়ে তিনি পেট ভরিয়ে দিয়েছেন। সেই টাকা হজম করতে তিনি এখন বান্ধবীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বড় এক চোর বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিয়ে নিজেই বিদেশে পালিয়ে গিয়েছেন। এত ভয় কিসের? নিজে এসে কর্মসূচির নেতৃত্ব দিতে পারতেন তো !"
আরও পড়ুন: ' ডি'জি-র মদতে উত্তরবঙ্গ দিয়ে গরুপাচার ভাইপোর ’, বাগডোগরায় বিস্ফোরক শুভেন্দু
এদিকে, ফুটপাত দখল নিয়ে তৃণমূল নেতৃত্বের একাংশকে দায়ী করে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, "যেখানেই ফুটপাত দখল হচ্ছে, সেখানেই দেখবেন তৃণমূলের কোনও নেতা ঘুষ, কাটমানি খেয়ে অবৈধভাবে বসিয়েছে দোকানদারকে। এটাই এখন বাংলার বর্তমান সংস্কৃতি। শুধু ফুটপাত কেন, সমুদ্রের চর দখল করে লাখ লাখ টাকার কাটমানি খেয়ে অবৈধভাবে দোকানদারদের বসানো হচ্ছে সেখানে। তাই, ফুটপাত দখল আশ্চর্যের কিছু নয় ৷"