গাইঘাটা, 18 জুলাই: বিডিওকে দেখে নেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর । ফের বিডিও এবং পুলিশ প্রশাসনকে বেনজিরভাবে আক্রমণ করলেন তিনি । মানুষ পুলিশকে ধরে মারবে, থানা জ্বালিয়ে দেবে, বিডিওকে 'বলি' দেবে ৷ এমনই মন্তব্য করেন তিনি । একজন আইনসভার সদস্যের এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । প্রশ্ন উঠছে একজন জনপ্রতিনিধি আইন হাতে তুলে নেওয়ার মতো মন্তব্য করতে পারেন ?
অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয়ী প্রার্থীদের সার্টিফিকেট অন্যদের দিয়ে দেওয়া হয়েছে । পুলিশ প্রশাসনের মদতে হিংসা হয়েছে ৷ এমন নানাবিধ অভিযোগ তুলে মঙ্গলবার উত্তর 24 পরগনার চাঁদপাড়ায় গাইগাটা বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি । সেখানে কালো মবিল মাখানো ফুল ও কালো মিষ্টি হাতে উপস্থিত ছিলেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর ও জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুব্রত ঠাকুর অভিযোগ তোলেন, পঞ্চায়েত নির্বাচনে তাদের প্রার্থীদের বিভিন্নভাবে হারিয়ে দেওয়া হয়েছে । তৃণমূলের একাধিক এজেন্টকে প্রবেশপত্র দেওয়া হয়েছে । তাদের জয়ী প্রার্থীদের সার্টিফিকেট অন্যকে দেওয়া হয়েছে । যার নাটের গুরু গাইঘাটার বিডিও ও গাইঘাটা থানার আধিকারিক ।
বিধায়ক বলেন, "কিছু দিনের মধ্যে আমাদের সরকার আসবে । তখন মানুষ এদের কাপড় ধোয়ার মত ধোলাই দেবে । মানুষ বিডিও, এসডিও, ডিএম কেউকে দেখবে না, গণধোলাই দেবে । থানা জ্বালিয়ে দেবে । বিডিও কোথায় পালিয়ে যাবে ওকে মানুষ খুঁজে মারবে । শুধু সময়ের অপেক্ষা ।" এখানেই ক্ষান্ত হয়নি বিধায়ক সুব্রত ঠাকুর । বিডিওকে আক্রমণ করে তিনি বলেন, "মানুষকে বলি দেওয়ার আগে তেল সিন্দুর দেয় । আজ আমরা তেল সিন্দুর দিতে এসেছি । এর পরে সাধারণ মানুষ বলি দেবে ।"
আরও পড়ুন:ভোট মিটতেই এলাকায় শাসকদলের সন্ত্রাস, প্রাণ বাঁচাতে পার্টি অফিসে আশ্রয় বিজেপি কর্মীদের