ভাটপাড়া, 15 সেপ্টেম্বর : "পুলিশি তদন্ত লোক দেখানো ছিল", মন্তব্য করলেন বিজেপি বিধায়ক তথা বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের পুত্র পবন সিং । গতকাল সকালে তাঁর বাড়ির পিছনে বোমাবাজির ঘটনার পর পুলিশের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি এই বিধায়ক ।
এর আগে 8 সেপ্টেম্বর সকালে অর্জুন সিংয়ের বাড়ির গেটের কাছে বোমাবাজি হয় ৷ গতকাল তাঁর বাড়ির পিছন দিকে দু'টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ বারে বারে এমন ঘটনা ঘটায় তাঁর বাড়িতে এনআইএ-র (NIA) দলের তদন্তে আসার কথা ছিল ৷ 8 সেপ্টেম্বর হওয়া বোমা বিস্ফোরণের তদন্ত করার কথা ছিল এনআইএ-র ৷
গতকাল বোমাবাজির পর বিধায়ক পবন সিং পুলিশের কাছে অভিযোগ জানান । কিন্তু পুলিশ স্বতঃপ্রণোদিত (Suo Moto) ভাবে মামলা করে তদন্ত নামে । ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারা । আসেন সিআইডির (CID) বোম্বস্কোয়ার্ড (Bomb Squad) ও ফরেনসিকের (Forensic) দল । কিন্তু ঘটনাস্থলে পৌঁছোনোর জন্য পুলিশ সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির মধ্যের রাস্তা ব্যবহার করে । সেই রাস্তায় পুলিশি প্রহরা বসিয়ে বসবাসকারী আত্মীয় পরিজন ও ভাড়াটেদের ঘরে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তল্লাশি চালায় বলে অভিযোগ জানিয়েছেন পবন সিং ।
আরও পড়ুন : BJP MP Arjun Singh : ফের বোমাবাজি, অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির তদন্তে আজ আসতে পারে এনআইএ
পবন সিং বলেন, "কী করে তদন্ত হচ্ছে আমি বুঝতে পারছি না ৷" তাঁর অভিযোগ, স্থানীয় 18 নং গলিতে গিয়ে কোনও তল্লাশি চালানো হচ্ছে না ৷ তাঁর দাবি এই ডগ স্কোয়াড, বোম্ব স্কোয়াডের উচিত ওখানে গিয়ে তদন্ত করা, তাহলে জানা যাবে ওই গলিতে কত বোম রয়েছে ৷ তাঁর অভিযোগ ওখানে না গিয়ে তাঁর বাড়িতে বোমা হামলা হওয়ায়, সেখানে তদন্ত হচ্ছে ৷ তার কারণ, "আমি বিজেপি করি ৷ এখানে আমার সমর্থক রয়েছে ৷ এই ভাবে আমাকে সমস্যায় ফেলার একটা চক্রান্ত চলছে ৷"