পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP MLA helps veteran CPM leader : বৃদ্ধ সিপিএম নেতাকে সুস্থ করতে পরিবারের পাশে বিজেপি বিধায়ক - বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া

বনগাঁর বাসিন্দা, অশীতিপর সিপিএম নেতার চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া (BJP MLA helps veteran CPM leader) ৷ ঘটনায় আপ্লুত অসুস্থ অমিয়রঞ্জন মণ্ডলের পরিবারের সদস্যরা ৷ মানুষ হিসাবেই পাশে থাকা, বার্তা বিধায়কের ৷

bjp mla extends help for treatment of veteran cpm leader
BJP MLA helps veteran CPM leader : বৃদ্ধ সিপিএম নেতাকে সুস্থ করতে পরিবারের পাশে বিজেপি বিধায়ক

By

Published : Dec 27, 2021, 6:45 PM IST

বনগাঁ, 27 ডিসেম্বর : বাম জমানায় তিনবারের জেলা পরিষদ সদস্য ৷ সেই আমলে বনগাঁর দাপুটে নেতা ছিলেন সিপিএমের অমিয়রঞ্জন মণ্ডল ৷ অশীতিপর এই বৃদ্ধ বর্তমানে গুরুতর অসুস্থ ৷ ভর্তি রয়েছেন উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমা হাসপাতালে ৷ পরিবারের সদস্যদের অভিযোগ, একসময় যে দলের জন্য প্রাণপাত করতেন অমিয়রঞ্জন, আজ সেই দলের কেউ তাঁর পাশে নেই ৷ অথচ, চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের ৷ এই অবস্থায় অমিয়রঞ্জনের পরিবারের সদস্যদের আবেদনে সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া ৷ বৃদ্ধ রাজনীতিকের চিকিৎসায় সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি (BJP MLA helps veteran CPM leader) ৷

আরও পড়ুন :Krishna Kalyani: অসহায় বৃদ্ধের সাহায্যে এগিয়ে এলেন রায়গঞ্জের বিধায়ক

বনগাঁর টংরা এলাকার বাসিন্দা অমিয়রঞ্জন বাম জমানায় তিনবার উত্তর 24 পরগনার জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন ৷ তবে, এখন সেসব অতীত ৷ বৃদ্ধ অমিয়রঞ্জন থাকেন তাঁর মেয়ের কাছে ৷ তাঁর জামাই জানান, অসুস্থতা বাড়ায় শ্বশুরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ হাসপাতালে এক সপ্তাহ কেটে গেলেও সিপিএমের তরফে কেউ তাঁর সঙ্গে দেখা করতে আসেননি ৷ শুধুমাত্র ফোনে অমিয়রঞ্জনের স্বাস্থ্যের খোঁজ নিয়েই দায় সেরেছেন বাম নেতা-কর্মীরা ৷

অসুস্থ সিপিএম নেতার পরিবারের পাশে বিজেপি বিধায়ক ৷

আরও পড়ুন :Ham Radio : নবজীবনে সাহায্য হ্যাম রেডিয়োর, 6 বছর পর পরিজনদের কাছে বিহারের যুবক

এই অবস্থায় সাহায্যের আর্জি জানিয়ে স্থানীয় বিধায়কের দ্বারস্থ হন অমিয়রঞ্জনের পরিবারের সদস্যরা ৷ এরপরই হাসপাতালে পৌঁছে যান অশোক কীর্তনিয়া ৷ তিনি জানিয়েছেন, বৃদ্ধ রাজনীতিক যাতে সুচিকিৎসা পান, তার সবরকম ব্যবস্থা করা হবে ৷ রাজনৈতিক মতাদর্শ একেবারে ভিন্ন হওয়া সত্ত্বেও যেভাবে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন বিজেপি বিধায়ক, তাতে আপ্লুত একসময়ের দাপুটে বাম নেতার পরিবার ৷ অন্যদিকে, অশোকের বক্তব্য, রাজনীতি আর সৌজন্যবোধকে এক করে ফেললে হবে না ৷ তিনি যা করেছেন, তা মানুষ হিসাবে সেই সৌজন্য ও পাশের থাকার বোধ থেকেই করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details