গাইঘাটা, 29 জুন: সারদা-কাণ্ডে কুণাল ঘোষকে গ্রেফতার করিয়েছিল তৃণমূল । সেই রাগ রয়ে গিয়েছে কুণালের মধ্যে । তাই শকুনি হয়ে তৃণমূলর গোড়া পর্যন্ত ঠেলে জেলে পাঠাবেন আর তৃণমূলকে সাগরে বিসর্জন দেবেন তিনি। গাইঘাটার পাঁচপোতা বাজারে দলীয় এক পথসভায় গানের ছন্দে কুণাল ঘোষকে কটাক্ষ করলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার (BJP MLA Asim Kumar Sarkar Criticises Kunal Ghosh)।
এদিনের এই পথসভায় হারমোনিয়াম নিয়ে উঠেছিলেন কবিয়াল অসীম সরকার । পথসভার মঞ্চে গানের মাধ্যমে তিনি বলেন, "সারদা কাণ্ডে কুণাল ঘোষকে গ্রেফতার করিয়েছিল, সেই রাগ রয়েছে তার মধ্যে । তাই তিনি শকুনি হয়ে তৃণমূলকে শেষ করবার জন্য এই সময় শুভেন্দুকে গ্রেফতার করার কথা বলছেন । কারণ শুভেন্দু অধিকারী গ্রেফতার হলে তৃণমূলের সব নেতাই গ্রেফতার হবে ।"