পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Asim Sarkar: গানের ছন্দে কুণালকে 'শকুনি' বলে কটাক্ষ হরিণঘাটার বিজেপি বিধায়কের - বিজেপি বিধায়ক অসীম সরকার

গাইঘাটার পাঁচপোতা বাজারে দলীয় একটি পথসভায় এসে গানের ছন্দে কুণাল ঘোষকে কটাক্ষ করলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার (BJP MLA Asim Kumar Sarkar Criticises Kunal Ghosh) । কটাক্ষ করলেন রাজ্য সরকারকেও ৷

Asim Sarkar news
গানের ছন্দে কুণাল ঘোষকে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক অসীম সরকার

By

Published : Jun 29, 2022, 12:04 PM IST

গাইঘাটা, 29 জুন: সারদা-কাণ্ডে কুণাল ঘোষকে গ্রেফতার করিয়েছিল তৃণমূল । সেই রাগ রয়ে গিয়েছে কুণালের মধ্যে । তাই শকুনি হয়ে তৃণমূলর গোড়া পর্যন্ত ঠেলে জেলে পাঠাবেন আর তৃণমূলকে সাগরে বিসর্জন দেবেন তিনি। গাইঘাটার পাঁচপোতা বাজারে দলীয় এক পথসভায় গানের ছন্দে কুণাল ঘোষকে কটাক্ষ করলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার (BJP MLA Asim Kumar Sarkar Criticises Kunal Ghosh)।

এদিনের এই পথসভায় হারমোনিয়াম নিয়ে উঠেছিলেন কবিয়াল অসীম সরকার । পথসভার মঞ্চে গানের মাধ্যমে তিনি বলেন, "সারদা কাণ্ডে কুণাল ঘোষকে গ্রেফতার করিয়েছিল, সেই রাগ রয়েছে তার মধ্যে । তাই তিনি শকুনি হয়ে তৃণমূলকে শেষ করবার জন্য এই সময় শুভেন্দুকে গ্রেফতার করার কথা বলছেন । কারণ শুভেন্দু অধিকারী গ্রেফতার হলে তৃণমূলের সব নেতাই গ্রেফতার হবে ।"

গানের ছন্দে কুণালকে 'শকুনি' বলে কটাক্ষ হরিণঘাটার বিজেপি বিধায়কের

আরও পড়ুন :মমতা পদত্যাগ করলেই দু'ঘণ্টার মধ্যে 17 হাজার চাকরি দেব, মুখ্যমন্ত্রীকে পালটা দিলেন বিকাশ

এদিন তিনি আরও বলেন, "শকুনি হয়ে তৃণমূলের গোড়া পর্যন্ত ঠেলে জেলে পাঠানোর জন্য আর তৃণমূলকে সাগরে বিসর্জন দেওয়ার জন্য ও এসব করছে । শুভেন্দু অধিকারী যদি অন্যায় করে থাকে তাহলে তাঁকে গ্রেফতার করুক ।" পাশাপাশি নির্মল মাঝির মমতাকে সারদার সঙ্গে তুলনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "ওই কয়েকজন মিলে মমতাকে শেষ করে ফেলবে । কবরে পাঠিয়ে দেবে ।"

মঙ্গলবার সন্ধ্যার ওই পথসভায় বিধায়ক অসীম সরকার ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা পৌরনিগমের বিরোধী দলনেতা সজল ঘোষ, বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস ও দলীয় স্থানীয় নেতা-কর্মীরা ।

ABOUT THE AUTHOR

...view details