পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউন : বারাসতে বিনামূল্যে সবজি বিতরণ স্থানীয় BJP-র - north 24 paragana

রেশন থেকে চাল, আটা পাওয়া গেলেও টাকার অভাবে সবজি কিনতে পারছেন না অনেকে । এই পরিস্থিতিতে তাঁরা যাতে দু'বেলা দু'মুঠো ঠিক করে খেতে পান তার ব্যবস্থা করল বারাসতের 30 নম্বর ওয়ার্ড কমিটি ।

ছবি
ছবি

By

Published : May 19, 2020, 3:47 PM IST

বারাসত, 19 মে : দীর্ঘ লকডাউনের জেরে বন্ধ রুটি-রুজি । সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন দিন আনা দিন খাওয়া মানুষরা । অর্ধাহারে দিন কাটছে এমন মানুষের সংখ্যা কম নয় । সরকার রেশন সামগ্রী দেওয়ার ব্যবস্থা করলেও তা ফুরিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে । এই অবস্থায় বারাসতে দুস্থ মানুষজনের পাশে দাঁড়াল BJP । তাঁদের জন্য এলাকার একটি মাঠে বসানো হল বিনামূল্যের সবজি বাজার । সেখান থেকে প্রায় সাড়ে পাঁচশো গরির মানুষের হাতে তুলে দেওয়া হয় সাত রকমের সবজি ।

কোরোনা মোকাবিলায় দেশজুড়ে শুরু হয়েছে চতুর্থ দফার লকডাউন । দিন আনা দিন খাওয়া মানুষের কাজ নেই দু'মাস হতে যায় । দীর্ঘ এই লকডাউনের জেরে চরম সংকটে দিন কাটছে তাঁদের । সরকার রেশন সামগ্রী দেওয়ার ব্যবস্থা করেছে ঠিকই, কিন্তু তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ তুলেছেন অনেকে । তাছাড়া, রেশন থেকে চাল, আটা পাওয়া গেলেও টাকার অভাবে সবজি কিনতে পারছেন না কেউ । এই পরিস্থিতিতে এই মানুষগুলি যাতে দু'বেলা দু'মুঠো ঠিক করে খেতে পান তার ব্যবস্থা করল বারাসতের 30 নম্বর ওয়ার্ড কমিটি ।

আজ বারাসতের দক্ষিণ পাড়া এলাকার একটি মাঠে বিনা পয়সার এই সবজি বাজার বসানো হয় । সকাল থেকেই সেখানে নানা ধরনের সবজি বিতরণ চলে । কোরোনা ও লকডাউনের যাবতীয় নির্দেশিকা ও নিয়ম মেনে এই সবজি বিতরণের কাজ করা হয় । জোর দেওয়া হয় সামাজিক দূরত্বের দিকেও । 2 ফুট অন্তর চক দিয়ে গোলাকৃতি করা হয় । সেখানে দাঁড়িয়েই কুপন পদ্ধতিতে সবজি সংগ্রহ করেন মানুষজন ।

এভাবেই সবজি বিতরণ করেন BJP কর্মী-সদস্যরা

এবিষয়ে টুম্পা মণ্ডল নামে এক বাসিন্দা বলেন, "বিনামূল্যে সবজি পেয়ে খুব উপকার হল আমাদের । এতে সংসার চালাতে সুবিধা হবে । সমস্ত নিয়মবিধি মেনেই সবজি তুলে দিয়েছেন উদ্যোক্তারা ।" এবিষয়ে স্থানীয় BJP নেতা শুভংকর সেন বলেন, "লকডাউনের জেরে কাজ হারিয়ে অনেকেই বিপাকে পড়েছেন । তাঁদের ঘরে খাবার নেই । রেশন থেকে চাল, আটা পেলেও সবজিসহ অন্যান্য সামগ্রী না থাকায় খাবারের অসুবিধে হচ্ছিল । তাঁদের কথা ভেবেই এই বিনা পয়সার বাজার বসানো । এখান থেকে সাত রকমের সবজি তুলে দেওয়া হয়েছে সকলের হাতে।"

প্রসঙ্গত, লকডাউনে অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই বারাসতের বিভিন্ন সংগঠনের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে । কেউ সহযোগিতা করেছেন বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দিয়ে । আবার কেউ রান্না করা খাবারও পৌঁছে দিচ্ছেন বাড়িতে । সেই জায়গায় এবার বিনামূল্যে সবজি বাজার বসিয়ে অভিনব উদ্যোগ নিল BJP, এমনই বলছেন স্থানীয়রা ।

ABOUT THE AUTHOR

...view details