বসিরহাট, 22 নভেম্বর: বসিরহাট গুলিকাণ্ডে এবার পুলিশমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব গেরুয়া শিবির (Bashirhat Shoot Case)। মঙ্গলবার বিকালে বারাসতের ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ কনস্টেবল প্রভাস সর্দারকে দেখতে আসে জেলা বিজেপির প্রতিনিধি দল। এদিন ওই কনস্টেবলে বাঁ-কাঁধে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে ৷ তিনি অনেকটাই বিপদমুক্ত আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷
হাসপাতাল থেকে বেরিয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র বলেন, "এই রাজ্যে পুলিশও সুরক্ষিত নন ৷ সাধারণ মানুষের কথা তো বাদ দিলাম। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ থামাতে গিয়ে একজন পুলিশ কনস্টেবলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা লজ্জার বিষয়। অবিলম্বে এর দায় মাথায় নিয়ে পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত । তা যদি তিনি না-করে থাকেন তাহলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করি উচিত ৷’’
আরও পড়ুন: মদ খেতে বাধা, মেয়েকে গুলি করে 'খুন' বাবার