দক্ষিণেশ্বর (উত্তর 24 পরগনা), 6 জুন: বালাসোরে ট্রেন দুর্ঘটনা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি নেতা সিদ্ধার্থ নাথ সিং ৷ তাঁর প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্ত নিয়ে আপত্তি তুলছেন কেন ? মঙ্গলবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে এসেছিলেন উত্তরপ্রদেশের এই বিজেপি ৷ পুজো দেওয়ার পর মন্দির চত্বরের বাইরে দাঁড়িয়ে এই প্রশ্ন তোলেন তিনি ৷
প্রসঙ্গত, গত শুক্রবার ওড়িশার বালাসোরে যে ট্রেন দুর্ঘটনা হয়েছে, তার তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে ভারতীয় রেল ৷ যদিও সিবিআই তদন্তের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই নিয়ে প্রশ্ন করা হয় সিদ্ধার্থ নাথ সিংকে ৷ তখনই তিনি মমতার সিবিআই তদন্তে কেন আপত্তি তা নিয়ে প্রশ্ন তোলেন ৷ পাশাপাশি তিনি টেনে আনেন 2010 সালে জ্ঞানেশ্বরী রেল দুর্ঘটনার কথা ৷ ওই দুর্ঘটনার সময় ভারতের রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই দুর্ঘটনার তদন্তভারও গিয়েছিল সিবিআইয়ের হাতে ৷ সেই প্রসঙ্গই তোলেন সিদ্ধার্থ নাথ ৷
উল্লেখ্য, সিদ্ধার্থ নাথ সিং এক সময় ছিলেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক ৷ ফলে তিনি অধিকাংশ সময় বাংলাতেই থাকতেন ৷ তাই বঙ্গ রাজনীতি নিয়ে তিনি ওয়াকিবহাল এখনও সেই কারণে এদিন একাধিক ইস্যুতে তাঁকে পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসের সমালোচনা করতে দেখা গিয়েছে ৷