বরাহনগর, 2 নভেম্বর:পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) যত এগিয়ে আসছে, রাজনৈতিক নেতাদের গরম-গরম কথায় তেতে উঠছে রাজ্য রাজনীতি !এক্ষেত্রে শাসক ও বিরোধী, উভয়পক্ষের নেতারা কেউই কারও থেকে পিছিয়ে নেই ৷ যা নিয়ে বিতর্কও কম হচ্ছে না ৷ তারই মধ্য়ে পঞ্চায়েত নির্বাচনে 'আত্মরক্ষার্থে হাতে অস্ত্র তুলে নেওয়া'র নিদান দিলেন বিজেপি নেতা রাজু বন্দোপাধ্যায় (Raju Banerjee) ৷ দলের জাতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh) সামনেই এমন মন্তব্য করলেন তিনি ৷ বুধবার উত্তর 24 পরগনার বরাহনগরের টবিন রোডে জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja 2022) উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির হন রাজু, দিলীপরা ৷ সেখানেই দলীয় নেতা, কর্মী-সহ বাংলার মা-বোনেদের আত্মরক্ষার পাঠ দিলেন বিজেপি নেতা ৷
এদিন মঞ্চে দাঁড়িয়ে রাজু বন্দোপাধ্যায় বলেন,"পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল বোমা-গুলি নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে মরছে ৷ এই অবস্থায় আমাদের আত্মরক্ষার জন্য কী থাকবে? পঞ্চায়েত নির্বাচনে আত্মরক্ষার জন্য আমাদের হাতে থাকবে মায়ের দেওয়া ত্রিশূল ! তাই, সমস্ত মা-বোনেরা ঘরে ঘরে ত্রিশূল রাখুন নিজেদের আত্মরক্ষার স্বার্থে ৷ পশ্চিমবঙ্গের পরিস্থিতি এমনই হয়ে দাঁড়িয়েছে !"