পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেবদাস মণ্ডলকে শোকজ নোটিস বনগাঁর বিজেপির জেলা সভাপতির - Shantanu Thakur

দলের একাধিক বৈঠকে হাজিরা দেননি বনগাঁ বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল ৷ এমনকি সম্প্রতি বিজেপির পার্টি অফিসেও দলের আলোচনা সভায় যোগ দেননি ৷ তাই তাঁকে শোকজ নোটিস পাঠালেন মনস্পতি দেব ৷ যদিও শোনা যাচ্ছে এটা বিজেপির গোষ্ঠী দলের ফল ৷ স্থানীয় তৃণমূল নেতা অবশ্য একে গুরুত্ব দিতে রাজি নন ৷

বিজেপি নেতা দেবদাস মণ্ডল
বিজেপি নেতা দেবদাস মণ্ডল

By

Published : Jul 28, 2021, 12:22 PM IST

বনগাঁ, 28 জুলাই : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হল বনগাঁর বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডলকে ৷ বিজেপি সূত্রে জানা গিয়েছে, বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি মনস্পতি দেব সোমবার দেবদাস বাবুকে শোকজ নোটিস পাঠিয়েছেন । 7 দিনের মধ্যে তাঁকে উপযুক্ত কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে ।

ওই নোটিসে লেখা হয়েছে, দলের রাজ্য সভাপতির বৈঠক-সহ একাধিক জেলা কার্যকরী বৈঠকে কোনও কারণ ছাড়াই অনুপস্থিত থেকে ইচ্ছাকৃত ভাবে পার্টির শৃঙ্খলা ভঙ্গ করেছেন দেবদাস মণ্ডল । এ বিষয়ে অবশ্য বিজেপি নেতা দেবদাস মণ্ডল কোনও মন্তব্য করতে চাননি । জেলা সভাপতি মনস্পতি দেবের সঙ্গেও যোগাযোগ করা যায়নি । যদিও এই শোকজের ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলেই মনে করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

প্রসঙ্গত রাষ্ট্রমন্ত্রী ও সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুরের অনুগামী দেবদাস মণ্ডল-সহ আরও দু'জন বিধায়ক বিজেপির রাজ্য সভাপতির বৈঠকে উপস্থিত ছিলেন না ৷ এর পর জেলার পার্টি অফিসেও দেবদাস মণ্ডল যাননি ৷ সেই সময় শান্তনু ঠাকুর দিল্লি গিয়েছিলেন ৷ এ নিয়ে বিজেপির দু'টি দলের বিরোধ এবার প্রকাশ্যে এল ৷

আরও পড়ুন : Mukul Roy-PAC : মুকুল রায় কীভাবে পিএসির চেয়ারম্যান ? হাইকোর্টে মামলা বিজেপি বিধায়কের

বিজেপি সূত্রে খবর, বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে বনগাঁ জেলা সভাপতি মনস্পতি দেবের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে । দু'জনের অনুগামীরা এখন আড়াআড়ি ভাবে বিভক্ত । বিভিন্ন কর্মসূচিতে একপক্ষ গেলে, আরেক পক্ষকে দেখা যায় না । সম্প্রতি বিজেপি-র রাজ্য সভাপতি বনগাঁয় বৈঠক করতে এসেছিলেন । সেখানে মনস্পতি দেব উপস্থিত থাকলেও দেখা যায়নি শান্তনু ঠাকুর ও তাঁর গোষ্ঠীর নেতা দেবদাস-সহ একাধিক বিধায়কদের ৷ চাঁদপাড়ায় আয়োজিত রক্তদান শিবিরে শান্তনু ঠাকুর ও বিজেপির প্রথম সারির নেতারা উপস্থিত থাকলেও আসেননি বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি মনস্পতি দেব ও তাঁর অনুগামীরা।

তবে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করে শোকজের সমর্থনে বনগাঁ উত্তর মণ্ডলের বিজেপি সভাপতি শোভন বৈদ্য বলেন, "এটা কোনও গোষ্ঠী কোন্দল নয় । দলের বৈঠকে অনুপস্থিত থাকলে শৃঙ্খলার প্রশ্নে শোকজ করা যেতেই পারে ।"

বিজেপি-র দু'দলের এই বিবাদের বিষয়ে অবশ্য কোনও উৎসাহ নেই উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর গোপাল শেঠের ৷ তাঁর দাবি দলটা আস্তে আস্তে উঠে যাবে ৷ শোকজ প্রসঙ্গে তিনি বলেন, "যাকে শোকজ করছে আর যে শোকজ, এখন বনগাঁর মানুষের কাছে তারা ব্রাত্য ৷ বিজেপির শোকজ নিয়ে আমাদের কিছু বলার নেই । আগামীতে বিজেপিতে কেউ আর থাকবে না ।" তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উন্নয়নের কর্মযজ্ঞে এখন কোনও প্রভাব, ফ্যাক্ট কিছু নেই ৷ বিজেপির কোনও কাজ নেই বলে শোকজ করছে বলে জানিয়েছেন তিনি ৷ তাঁর মতে এতেই প্রমাণিত হয় যে বিজেপি ভাঙছে আর তৃণমূল শক্তিশালী হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details