হাবরা, 28 জানুয়ারি:আর্থিক প্রতারণার অভিযোগ (financial fraud case) হাবরার বিজেপি নেতা(bjp leader) সুদীপ্ত কুন্ডুর বিরুদ্ধে । পুলিশ সূত্রে খবর, নদিয়ার বাসিন্দা মানিক ঘোষের কাছ থেকে ব্যবসার নাম করে 14 লক্ষ টাকা নিয়ে ছিলেন সুদীপ্ত । একাধিক বার নদিয়ার ওই ব্যবসায়ী টাকা চেয়ে না-পেয়ে তিন দিন আগে হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার সুদীপ্তকে গ্রেফতার করে হাবরা থানার পুলিশ (bjp leader arrest on charges of financial fraud case) । শুক্রবার বারাসত জেলা আদালতে তোলা হলে, বিচারক শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছেন ৷
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত বিজেপি নেতা সুদীপ্ত কুন্ডু । ধৃত ওই নেতা জানান, সামনেই পৌরসভা নির্বাচন । হাবরা পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে তৃণমূল (tmc) কংগ্রেস পিছিয়ে রয়েছে । তাই ভোটের আগে যড়যন্ত্র করছে তৃণমূল কংগ্রেস । রাজ্যের বিচার ব্যবস্থার প্রতি তাঁর আস্থা আছে ৷ আদালতে সব প্রমাণ হয়ে যাবে । এই প্রসঙ্গেই বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্র জানান, "এই ভাবে বিজেপি কর্মীদের তৃণমূল কংগ্রেস মিথ্যা মামলায় ফাঁসিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে । যাতে পৌর ভোটে বিজেপি প্রচার করতে না-পারে। তবে এই ভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে বিজেপিকে রোখা যাবে না ।"