মধ্যমগ্রাম, 28 অগস্ট : "ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে ৷ কারণ ত্রিপুরাতে বিজেপি হেরে যাবে, তৃণমূল কংগ্রেস সরকার গড়বে ৷" তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ কাকলি ঘোষদস্তিদার একথা বলেন ৷ ত্রিপুরায় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতির উপর হামলা প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি । শুক্রবার বিকেলে বারাসত সাংগঠনিক জেলার প্রথম সভা আয়োজিত হয় মধ্যমগ্রাম জেলা তৃণমূল কার্যালয়ে । সেই সভায় ছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার । তিনি ছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জেলার নবনিযুক্ত সভাপতি অশনি মুখোপাধ্যায়-সহ বিধায়ক, শহর তৃণমূলের সভাপতি ও বিভিন্ন পৌরসভার প্রশাসক ।
সভাশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ত্রিপুরার হামলা নিয়ে আক্রমণ করেন গেরুয়া শিবিরকে । তিনি বলেন, "বিধানসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে তৃণমূলকে ভয় পেয়েছিল ভারতীয় জনতা পার্টি । ঠিক একইভাবে ত্রিপুরাতেও তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি । সেই কারণে তাদের হামলা করে ভয়ের পরিবেশ তৈরি করতে হচ্ছে ।" রাজ্যে ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত বিষয়ে তিনি বলেন, "সিবিআই সিবিআইয়ের মতো তদন্ত করছে । তাদের যদি কেন্দ্রীয় সরকার সেরকম নির্দেশ দিয়ে থাকে ৷ তাতে কারও অসুবিধা নেই । আমরা জানি সিবিআই এখন কেন্দ্রীয় সরকারের ইশারায় কাজ করছে । তারা ঘুরুক ৷ শুধু ঘুরে ঘুরে গাড়ির পেট্রল পুড়ছে, পুড়ুক ৷ তাদের পুড়বে ৷"
আরও পড়ুন : TMC Tripura : ত্রিপুরায় নজর কাড়ছে তৃণমূল, ঘাসফুল নিয়ে আগ্রহী বিজেপি নেতারাও !