বারাসত, 27 অক্টোবর : প্রকাশ্যে BJP-র গোষ্ঠীকোন্দল । এবার দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ আনলেন দলেরই কর্মী মণীশ কুমার হালদার । অভিযোগ, বিভিন্ন সময়ে দলের নাম করে তাঁর কাছ থেকে মোটা টাকা নিয়েছেন শংকরবাবু । যার পরিমাণ প্রায় 12 লাখ 70 হাজার টাকা । আরও অভিযোগ, সেই টাকা চাইতে গেলে ওই BJP কর্মীকে হুমকির মুখে পড়তে হয়েছে । রীতিমতো মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা সভাপতি ঘনিষ্ঠ এক BJP নেতার বিরুদ্ধে । যার জেরে এখন আতঙ্কে দিন কাটছে ওই BJP কর্মীর । ইতিমধ্যে সুবিচারের আশায় জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তিনি । অভিযোগও দায়ের করেছেন বারাসত থানায় । তবে, পুলিশ জেলা সভাপতি শংকর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ না নিয়ে শুধু মারধর ও হুমকির অভিযোগ দায়ের করেছে বলে দাবি আক্রান্ত ওই BJP কর্মীর । যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে এর পিছনে শাসকদলের চক্রান্তের অভিযোগ এনেছেন শংকর চট্টোপাধ্যায় ।
ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় তিন বছর আগে । সেই সময় বারাসত সাংগঠনিক জেলার সম্পাদক পদে ছিলেন শঙ্করবাবু । তখন সভাপতি ছিলেন প্রদীপ বন্দোপাধ্যায় । আর জেলা কমিটির সদস্য ছিলেন মণীশ কুমার হালদার । সম্পাদক পদে থাকাকালীন শংকর চট্টোপাধ্যায় তাঁর কাছ থেকে বিভিন্নভাবে মোটা অঙ্কের টাকা নিয়েছেন বলে অভিযোগ । দলের নাম করে কখনও তিন হাজার আবার কখনও চার হাজার টাকা নিয়েছেন মণীশবাবুর কাছ থেকে । জেলা সভাপতি হওয়ার পরও সেই টাকা শংকর চট্টোপাধ্যায় নিয়মিত নিয়ে গিয়েছেন বলে অভিযোগ উঠেছে । এই ভাবে প্রায় 12 লাখ 70 হাজার টাকা তাঁর কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন BJP কর্মী মণীশ হালদার । অভিযোগ, বারবার পাওনা টাকা ফেরতের কথা বলা হলেও শংকরবাবু কোনও পাত্তা দেননি । উলটে জুটেছে হুমকি ও মারধর ।
20 অক্টোবর বারাসতেই প্রকাশ্যে ওই BJP কর্মীকে আক্রান্ত হতে হয় জেলা সভাপতি ঘনিষ্ঠ দলীয় নেতা বাবলু সাহার হাতে । সেদিন মারধরের পাশাপাশি তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ । এর জেরে আতঙ্কিত হয়ে 21 অক্টোবর বারাসত থানায় দলের জেলা সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করতে যান আক্রান্ত ওই BJP কর্মী । তবে, পুলিশ শংকর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেনি বলে অভিযোগ তুলেছেন তিনি । পরিবর্তে শুধু তাঁর ঘনিষ্ঠ BJP নেতা বাবলু সাহার বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ দায়ের হয়েছে । যা নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মণীশ হালদার ।