বনগাঁ, 20 অগস্ট : রাজ্যের ভোটে বরাবরই সন্ত্রাসের অভিযোগ করে আসছে বিরোধীরা । পৌর নির্বাচনে (Municipality Elections 2022) শাসক দলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলেছিল বিজেপি (BJP) । এবার একটি ওয়ার্ডের উপ-নির্বাচনেও (Bongaon Municipality Bye Election) সন্ত্রাসের আশঙ্কা করছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ।
সেই আশঙ্কা থেকে ভোটের আগের দিন শান্তিপূর্ণ ভোট করানোর দাবিতে বনগাঁ জেলার পুলিশ সুপার, মহকুমা শাসক ও বনগাঁ থানায় ডেপুটেশন দিল গেরুয়া শিবির । শনিবার বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার ও বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার নেতৃত্ব একটি প্রতিনিধি দল প্রশাসনিক দফতরে ডেপুটেশন জমা দেন। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল (Trinamool Congress) ।
বিজেপির দাবি, বিগত পৌর নির্বাচনে রাজ্যের পাশাপাশি বনগাঁ পৌরসভার একাংশে পুলিশের সহযোগিতায় ব্যাপক সন্ত্রাস ও ভোট লুঠ করেছে তৃণমূল । আগামিকাল, রবিবার ওই পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনও তৃণমূল সন্ত্রাস করবে । দলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস বলেন, "বিগত পৌরসভা নির্বাচনে তৃণমূল সন্ত্রাস করেছে । আমাদের প্রার্থীদের মেরে ধরে বের করে দিয়েছে । এবারও তারা সেই সন্ত্রাস করবে । সাধারণ মানুষ ভোট দিতে পারবে না ।"