পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাটপাড়ায় আগামীকাল BJP-র কেন্দ্রীয় প্রতিনিধিদল - visit

ভাটপাড়ার পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল আসছে BJP-র কেন্দ্রীয় প্রতিনিধি দল । BJP-র তিন সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দলে রয়েছেন সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া, সত্যপাল সিং ও ভিডি রাম ।

এলাকায় চলছে পুলিশি টহল

By

Published : Jun 21, 2019, 5:03 PM IST

Updated : Jun 21, 2019, 8:53 PM IST

কলকাতা, 21 জুন : ভাটপাড়ার পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল আসছে BJP-র সংসদীয় প্রতিনিধি দল । BJP-র তিন সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দলে রয়েছেন সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া, সত্যপাল সিং ও ভিডি রাম । জানা গেছে, BJP-র প্রতিনিধি দল ভাটপাড়ায় হিংসার বলি মৃত দুই ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করবে ।

BJP সূত্রে খবর, আগামীকাল মৃত দুই ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি সংসদীয় প্রতিনিধি দল এলাকার সাধারণ মানুষের সঙ্গেও কথা বলবে । গতকাল কী ঘটেছিল, কীভাবে ঘটেছিল সেই সমস্ত তথ্য জানার পর একটি রিপোর্ট তৈরি করে স্বরাষ্টমন্ত্রী অমিত শাহকে পাঠাবে তিন সদস্যের সংসদীয় প্রতিনিধি দল ।

আরও পড়ুন : থমথমে ভাটপাড়াজুড়ে পুলিশি বুটের শব্দ, বিক্ষোভ BJP-র

গতকাল ভাটপাড়া থানা উদ্বোধনের আগে দুষ্কতীদের বোমাবাজি, গুলির জেরে উত্তেজনা ছড়ায় । পালটা গুলি চালায় পুলিশ । পুলিশ জানিয়েছে, মৃত্যু হয়েছে দু'জনের । এলাকায় হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় 14 জনকে ।

আরও পড়ুন : দমদমে BJP-তে যোগ 319 তৃণমূল কর্মী-সমর্থকের

রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এলাকায় শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে । আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জেরে এলাকায় জারি করা হয়েছে 144 ধারা । বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা ।

Last Updated : Jun 21, 2019, 8:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details