বসিরহাট, 19 মে : তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ তুললেন BJP প্রার্থী সায়ন্তন বসু । তাঁর আরও অভিযোগ, পোলিং এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হচ্ছে । তা সত্ত্বেও মানুষ তৃণমূলের বিপক্ষে ভোট দিচ্ছেন বলে জানান সায়ন্তন । আজ বসিরহাটে একান্ত সাক্ষাৎকার দেন ETV ভারতকে ।
ETV ভারত : আজ শেষদফার ভোট । নিজের কেন্দ্রের ভোট নিয়ে কী বলবেন ?
সায়ন্তন : সব জায়গায় গোলমাল পাকানো হচ্ছে । বিভিন্ন বুথে BJP-র পোলিং এজেন্টদের ঢুকতে দেয়নি । প্রায় 50 জন পোলিং এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে । তবে মানুষ তৃণমূলের বিপক্ষে । সকাল থেকেই মানুষ ভোট দিতে রাস্তায় নেমেছেন ।
ETV ভারত : গোলমালের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন কি ?
সায়ন্তন : মিনাখাঁ, হাসখালি, হাড়োয়া-সহ বসিরহাট কেন্দ্রের বিভিন্ন বিধানসভা এলাকায় গোলমাল হয়েছে । কোনও জায়গাতেই নির্বিঘ্নে ভোট হচ্ছে না । সমস্ত ঘটনার অভিযোগ কমিশনে দায়ের করা হয়েছে । তবে জনগণ যত বেশি রাস্তায় বেরোবেন, তৃণমূল তত বেশি পরাজিত হবে ।
ETV ভারত : বিতর্কিত মন্তব্যের জন্য তৃণমূলের অনুব্রত মণ্ডলের সঙ্গে আপনার নামও উঠে আসছে । কী বলবেন ?
সায়ন্তন : অনুব্রত মণ্ডল সমাজবিরোধী । আমরা রাজৈনতিক ব্যক্তিত্ব । এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে । ওঁর এলাকার লোক অনুব্রতকে ডাকাত বলে ।
ETV ভারত : আপনার লড়াই তৃণমূলের তারকাপ্রার্থী নুসরত জাহানের বিরুদ্ধে । লড়াই কতটা কঠিন ?
সায়ন্তন: জনগণ সঙ্গে থাকলে কোনও লড়াই শক্ত নয় । গোলমাল যত নিয়ন্ত্রণে থাকবে, তৃণমূল তত হারবে ।