গাইঘাটা, 2 ফেব্রুয়ারি : অমিত শাহর ছবি সহ ব্যানার ছেঁড়ার প্রতিবাদে গাইঘাটা থানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকরা । মঙ্গলবার বনগাঁ সাংগঠনিক জেলার যুব মোর্চার সদস্যরা বিক্ষোভে সামিল হন ।
আরও পড়ুন : প্রাদেশিকতার আগুন জ্বালাচ্ছে তৃণমূল, যা সাম্প্রদায়িকতার থেকেও ক্ষতিকর: রাজীব
30 জানুয়ারি গাইঘাটা থানার ঠাকুরনগরে অমিত শাহর সভা করার কথা ছিল । সেই সভা উপলক্ষ্যে বনগাঁ লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় অমিত শাহের ছবি ও ফ্লেক্স টাঙানো হয় । কিন্তু দিল্লিতে বিস্ফোরণের জেরে সেই সভা স্থগিত হয় । পরে সভা হবে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয় । তাই সেদিনের জন্য লাগানো অমিত শাহের ছবিসহ ব্যানার, হোর্ডিং এখনও খোলা হয়নি ।
আরও পড়ুন : বারুইপুরে যাওয়ার পথে শুভেন্দু-রাজীবকে কালো পতাকা
অভিযোগ, রবিবার রাতে দুষ্কৃতীরা গোবরডাঙা এলাকায় অমিত শাহের ছবিসহ বেশ কয়েকটি কাটআউট ছিঁড়ে দেয় । পাশের একটি ক্লাবের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, গাড়ি করে এসে কয়েকজন দুষ্কৃতী সেই ছবি ছিঁড়ে দিয়ে চলে যাচ্ছে । অমিত শাহর পোস্টার ছেঁড়ার প্রতিবাদে ও দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে এদিন গাইঘাটা থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা ৷ প্রায় দেড়ঘণ্টা ধরে বিক্ষোভ দেখানো হয় ।
আরও পড়ুন : শুভেন্দু-রাজীবদের পর এবার দীপক হালদারও বিজেপিতে
বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেব বলেন, "প্রশাসন আমাদের দাবিকে মান্যতা দিয়েছে । প্রশাসনের পক্ষ থেকে দুষ্কৃতীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়েছে । ফ্লেক্স রক্ষণাবেক্ষণের জন্য পুলিশি নজরদারি আরও আঁটসাঁট হবে ।"
আরও পড়ুন :'ভোটের আগেই বিজেপির মুখে চা শ্রমিক', ফালাকাটায় কটাক্ষ মমতার