হাবড়া, 12 ফেব্রুয়ারি : NRC প্রচারে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার BJP কর্মী । নাগরিকত্ব সংশোধিত আইনের পক্ষে প্রচার ঘিরে বিবাদ । সোনা ব্যবসায়ীকে হুমকি ও মারধরের অভিযোগে ওই BJP কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ । গতরাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাবড়ায় । ধৃতের নাম বাসুদেব রায় ।
NRC প্রচারে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, গ্রেপ্তার BJP কর্মী - NRC প্রচারে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার BJP কর্মী । NRC প্রচারে গিয়ে ব্যবসায়ীর সঙ্গে তর্কাতর্কি আর তাকে হেনস্থার অভিযোগ ওঠে ওই BJP কর্মীর বিরুদ্ধে ।
অবশ্য BJP-র পক্ষে ব্যবসায়ীকে হেনস্থার অভিযোগ অস্বীকার করা হয়েছে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতরাতে হাবড়ার BJP কর্মীরা NRC নিয়ে প্রচার করছিলেন । হাবড়া রেলস্টেশন থেকে যশোর রোড ধরে নগর উখড়া মোড় পর্যন্ত ছিল BJP-র এই কর্মসূচি । বিজেপির নেতা-কর্মীরা দু'টি দলে ভাগ হয়ে প্রচার করছিলেন । মূলত লিফলেট বিলি করছিলেন সাধারণ মানুষের মধ্যে । ব্যবসায়ীদের দোকানে দোকানে গিয়েও এই আইনের পক্ষে তাঁরা প্রচার করছিলেন । হাবড়া বাজারে নির্মল কর্মকার নামে এক ব্যবসায়ীর সোনার দোকানে কয়েকজন BJP কর্মী নির্মলবাবুর দোকানে যান প্রচারের উদ্দেশ্যে । অভিযোগ, সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে প্রচার চালানোর সময় BJP কর্মীরা নির্মলকে হেনস্থা করেন । নির্মলের অভিযোগ, দোকানে তখন দু'জন ক্রেতা ছিলেন । সেই সময় 15 জন লোক তাঁর দোকানে ঢুকে তাঁর বৈধ কাগজপত্র দেখতে চান । তাঁদের গলায় BJP-র সিম্বল পদ্মফুল ঝোলানো ছিল । ব্যবসায়ী বলেন," আমি জানতে চাই আপনারা কেন কাগজ দেখতে চাইছেন? কারা আপনাদের পাঠিয়েছে? আগে আপনাদের পরিচয়পত্র দেখান । তখন তাঁদের মধ্যে দু'একজন আমার হাত ও জামার কলার ধরে টানাটানি করতে থাকেন । হামলা চালিয়ে দোকানের জলের পাত্র ফেলে দেয়।" মুহূর্ত্ উত্তেজনা ছড়িয়ে পড়ে । পড়শি দোকানদারদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর পেয়ে পুলিশ আসে । পুরো ঘটনাই নির্মল কর্মকারের দোকানের সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে । নির্মলবাবু রাতেই থানায় অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বাসুদেব রায় নামে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে ।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীদের মধ্যে অনেকে বলেন, দোকানে ঢুকে BJP কর্মীরা দোকানদারকে NRC বিষয়ে লিফলেট দিতে গেলে ব্যবসায়ী প্রথমে ওই লিফলেট নিয়ে BJP কর্মীদের দিকে তা ছুঁড়ে মারেন । BJP-র বারাসত সাংগঠনিক জেলার সহসভাপতি বিপ্লব হালদার বলেন, "ওই ব্যবসায়ী লিফলেট নিতে অস্বীকার করেন । BJP কর্মীদের উদ্দেশে কটূক্তি করেন । তৃণমূলের মদতে ওই ব্যবসায়ী এই অভিযোগ করছেন ।ওই ব্যবসায়ী মারধর ও হেনস্থার মিথ্যে অভিযোগ করেছেন ।"