নৈহাটি, 24 অক্টোবর: নৈহাটি পৌরসভার অনাস্থা ভোটের আগে 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় অপপ্রচারের অভিযোগ BJP-র বিরুদ্ধে ৷ আদালতের দ্বারস্থ হয়ে BJP কর্মী কমল সরকারের বিরুদ্ধে মানহানির মামলা করলেন যুব তৃণমূল নেতা সনৎ দে ৷
নৈহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা পৌর পারিষদ ও নৈহাটির যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ দে-এর বিরুদ্ধে BJP সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করছে বলে অভিযোগ ৷ তাঁর নামে টাকা নয়ছয়, কাটমানি নেওয়া এবং বিপুল পরিমাণ অর্থের মালিকানা নিয়ে অভিযোগ তোলা হয়েছে । নৈহাটির BJP-র এক সক্রিয় কর্মী কমল সরকার তাঁর নামে এই অভিযোগ তুলে তা সোশাল মিডিয়ায় ভাইরাল করেছে বলে অভিযোগ ।
সনৎবাবুর অভিযোগ, BJP-র চক্রান্তেই বিভিন্ন সোশাল মিডিয়ায় তাঁর নামে কুৎসা ছড়ানো হচ্ছে । আগামী 16 অক্টোবর বারাসাত জেলাশাসকের দপ্তরে নৈহাটি পৌরসভার আস্থা ভোট হবে । তার আগে ইচ্ছাকৃতভাবে BJP কুৎসা ছড়াচ্ছে ৷ তাঁর দাবি, BJP নৈহাটি পৌরসভার আস্থা ভোটে হার নিশ্চিত ধরে নিয়েই এই ধরনের চক্রান্ত চালিয়ে যাচ্ছে । এতে BJP কোনও ভাবেই সফল হবে না৷ তিনি কমল সরকারের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেছেন ৷
এইসব ছড়িয়ে পড়েছিল সোশাল মিডিয়ায় BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী ফাল্গুনি পাত্রের দাবি, "বিষয়টি BJP তৃণমূলের কোনও ব্যাপারই নয় । সাধারণ মানুষের তরফে এই পোস্টার পড়েছে । সনৎ দে একজন অ্যাম্বুলেন্স চালক ছিলেন ৷ একটি ওষুধের দোকানে কাজ করতেন । হঠাৎ করে তৃণমূল দলের কাউন্সিলর নির্বাচিত হয়ে কী ভাবে তিনি এই বিপুল পরিমাণ অর্থের মালিক হলেন ? সাধারণ মানুষ জানতে চায় । তাই এই প্রচার সাধারণ মানুষের তরফে করা হয়েছে । যদি তিনি আদালতের দ্বারস্থ হয়ে থাকেন তাহলে আমরাও আদালতে গিয়ে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে প্রশ্ন তুলব ।"
শুনুন ফাল্গুনি পাত্র ও সনৎ দে-র বক্তব্য