মধ্যমগ্রাম, 1 জুন : তৃণমূলের পার্টি অফিস দখলের চেষ্টার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP । তাদের পালটা দাবি, তৃণমূলের সমর্থকরাই হামলা চালায় । তারপর থানায় গিয়ে মিথ্যে অভিযোগ দায়ের করে । ঘটনাটি মধ্যমগ্রামের কদমতলা বাজার এলাকার ।
তৃণমূলের অভিযোগ, শুক্রবার রাতে মধ্যমগ্রাম কদমতলা বাজারের 8 ও 9 নম্বর ওয়ার্ডের কার্যালয় দখল করতে আসে BJP-র বাইক বাহিনী । লাঠিসোঁটা নিয়ে তারা কার্যালয়ে এসে তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় । আগ্নেয়াস্ত্র দেখিয়ে কার্যালয় দখলের হুমকিও দেয় । অভিযোগ, কোদালের হাতল দিয়ে মারধর করা হয় সঞ্জয় সাহা নামে এক তৃণমূল কর্মীকে । পরে পরিস্থিতি বেগতিক বুঝে তারা পালিয়ে যায় ।
মধ্যমগ্রাম টাউনের তৃণমূলের সম্পাদক সুকুমার মণ্ডল বলেন, "মধ্যমগ্রামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে BJP । আমরা চাই সবাই শান্তিতে থাকুক । যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি ।" BJP-র কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান সুকুমারবাবু ।
তৃণমূলের সব অভিযোগ অস্বীকার করেছে BJP । মধ্যমগ্রাম পূর্ব মণ্ডলে দলের সভাপতি রাজকুমার পালের দাবি, "গতরাতে আমরা বৈঠক করে বাড়ি ফিরছিলাম । তৃণমূলের ওই কার্যালয়ের সামনে আসতেই কয়েকজন তৃণমূল কর্মী এসে আমাদের বাইক থামায় । মারধর করতে শুরু করে । আর বলা হয় যে, জয় শ্রী রাম বলা যাবে না । BJP করা যাবে না ।" তাঁর আরও অভিযোগ, "এরপরেই ওই তৃণমূল কর্মীরা থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে ।" BJP সভাপতির দাবি, তাদের কাছে আগ্নেয়াস্ত্র তো দূরের কথা, লাঠিসোঁটা পর্যন্ত ছিল না । তৃণমূলের হামলায় প্রায় 10 জন কর্মী জখম হয়েছে ।