পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Shantanu Thakur : বিশ্বজিৎ দাসের দলবদলকে গুরুত্ব দিলেন না কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর - কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর

বারাসত পশ্চিম মণ্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি মহম্মদ আলি 6 অগস্ট মারা যান ৷ অভিযোগ, তৃণমূল কর্মীদের হিংসাত্মক আক্রমণে তিনি প্রাণ হারিয়েছেন ৷ তাই তাঁর পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য করতে বনগাঁয় নিহত বিজেপি নেতার বাড়িতে এসেছিলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ৷ সেখানে কী বললেন বিশ্বজিৎ দাস প্রসঙ্গে ?

নিহত বিজেপি কর্মীর বাড়িতে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর
নিহত বিজেপি কর্মীর বাড়িতে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর

By

Published : Sep 4, 2021, 12:31 PM IST

বারাসত, 4 সেপ্টেম্বর : বিজেপি দলে কোনও ভাঙন ধরেনি । যাঁরা তৃণমূল থেকে একসময় ভারতীয় জনতা পার্টিতে এসেছিলেন, তাঁরাই আবার ঘাসফুল শিবিরে ফিরে যাচ্ছেন । এতে দল এতটুকু বিচলিত নয়, বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসের তৃণমূলে চলে যাওয়া নিয়ে শুক্রবার এমন মন্তব্য করলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ৷

শুক্রবার বিকেলে বারাসতের চন্দনপুরে নিহত দলীয় নেতা মহম্মদ আলির বাড়িতে যান কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী । সেখানে রাজ্য ও জেলা নেতৃত্বের উপস্থিতিতে নিহতের স্ত্রী সেলিমা খাতুনের হাতে দলের তরফে 5 লক্ষ টাকার চেক তুলে দেন তিনি । এছাড়া নতুন জামাকাপড়, বেশকিছু খাদ্যসামগ্রীও দেওয়া হয় নিহতের পরিবারকে । এরপর সাংবাদিকদের সাম্প্রতিক নানা বিষয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি ৷

বিশ্বজিৎ দাসের তৃণমূল প্রত্যাবর্তন

তাঁর দলবদলে ভারতীয় জনতা পার্টির কোনও ক্ষতি হবে না । প্রভাব পড়বে না বনগাঁর দলীয় সংগঠনেও । বাগদা কেন্দ্রে উপ-নির্বাচন হলে বিজেপি-ই জিতবে । এটা সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলছি । বিশ্বজিৎ দাসকে টিকিট দিতে বারণ করেছিলাম । কিন্তু তারপরও বাগদা কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছে । কী কারণে টিকিট দেওয়া হল, সেটা আর বলছি না । তবে, যাঁরা বিশ্বজিতকে টিকিট দিয়েছিলেন, তাঁরাও হয়তো এখন তৃণমূলে চলে গিয়েছেন ।

নিহত বিজেপি কর্মীর বাড়িতে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর
বনগাঁর পুরসভায় রাজনৈতিক বদল

বনগাঁর রাজনৈতিক পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলাচ্ছে । বিজেপি দলের অভ্যন্তরে খেয়োখেয়ি, দল ছাড়ার হিড়িক লেগেই রয়েছে । এমনকি, দলীয় কোন্দলও একেবারে প্রকাশ্যে চলে এসেছে । বনস্পতি দেবের নাম উল্লেখ করে প্রশ্ন করা হলে উত্তর না দিয়ে কার্যত উঠে যান ৷ তবে তিনি নিশ্চিত যে বনগাঁ লোকসভা, বনগাঁ সাবডিভিশন ঠিক আছে ৷

ভোট-পরবর্তী হিংসা

মহামান্য আদালত যে রায় দিয়েছে, তাকে সর্বোচ্চ রায় হিসেবে গণ্য করে আমরা সেভাবে চলতে চাইছি ৷ সিবিআই প্রতিটি মামলার তদন্ত করে দোষীদের সাজা দিক, সেটাই আমরা চাই । বারাসত পশ্চিম মণ্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি মহম্মদ আলী ৷ তাঁকে নির্মম ভাবে মারা হয়েছে ৷ এটা নিয়েও খুব শীঘ্রই সিবিআই তদন্তে নামবে ৷ আমরাও তৎপর হচ্ছি ৷ দু'জন দোষী ধরা পড়েছে ৷ তারা শাস্তি পাক, সেটা নিয়ে আমরা তৎপর হচ্ছি ৷

আরও পড়ুন : TMC-BJP : কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতি থেকে ছাড় পাচ্ছেন না অভিষেকের স্কুলের বন্ধুরাও, অভিযোগ সুখেন্দুশেখরের

সারা দেশের মতো রাজ্যেও বন্দর তৈরির পরিকল্পনা নিয়েছিল কেন্দ্র ৷ কিন্তু বহু বছর কেটে গেলেও রাজ্যে কিছু হয়নি ৷ এ প্রসঙ্গে কী বললেন জাহাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ?

রাজ্যে নতুন বন্দর
নতুন বন্দর তৈরি করতে হলে রাজ্য সরকারের জমি দিতে হয় ৷ তাজপুরে বন্দর হওয়ার কথা ছিল, রাজ্য সরকার ইচ্ছে প্রকাশ করলে আমরা একপায়ে রাজি আছি ৷ জমি দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের সহযোগিতা দরকার ৷

2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে জাহাজ, বন্দর, জলভাগে বিশাল উন্নয়নের কথা চিন্তা করা হয়েছে ৷ 2014-র আগে ইনল্যান্ড ওয়াটার ওয়েজ ভারতে ছিল না ৷ এখন 111টা ইনল্যান্ড ওয়াটার ওয়েজ তৈরি হচ্ছে ৷ তার মধ্যে উত্তর-পূর্বের জন্য 20টি প্রজেক্ট দেওয়া হয়েছে ৷

হলদিয়া, কলকাতা বন্দরের বেহাল অবস্থা

কোথায় বেহাল অবস্থা ? এটা ভুল ধারণা ৷ ব্রিটিশ রাজত্বকালে যে ভাবে তৈরি করা হয়েছিল, সে ভাবেই রয়ে গিয়েছে ৷ এটা ঠিক করতে গেলে কলকাতায় অনেক জায়গা ভাঙতে হবে ৷ রাজ্য সরকার সহযোগিতা করছে না ৷ সাগরদ্বীপ সমুদ্র বন্দর হবে, তবে অপেক্ষা করতে হবে ৷

প্রসঙ্গত, ভোট পরবর্তী অশান্তিতে গত 25 জুলাই কিছু দুষ্কৃতীদের হামলায় হাসপাতালে ভর্তি হন বিজেপি নেতা মহম্মদ আলি । অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্ব আক্রমণ করেছিল তাঁকে ৷ 6 অগস্ট কলকাতার হাসপাতালে মৃত্যু হয় তাঁর ।

আরও পড়ুন : Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা মামলায় দ্বিতীয় চার্জশিট সিবিআইয়ের

ABOUT THE AUTHOR

...view details