পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সেরা প্রতিমার জন্য "বিশ্ব বাংলা শারদ সম্মান" পাচ্ছে বারাসতের দু'টি পুজো - barasat pujo

সেরা প্রতিমার জন্য এবছর "বিশ্ব বাংলা শারদ সম্মান" পেতে চলেছে বারাসতের ঐতিহ্যবাহী দুই পুজো কমিটি ।

ছবি
ছবি

By

Published : Oct 25, 2020, 1:10 PM IST

Updated : Oct 25, 2020, 8:08 PM IST

বারাসত, 25 অক্টোবর : সেরা প্রতিমার জন্য এবছর "বিশ্ব বাংলা শারদ সম্মান" পেতে চলেছে বারাসতের ঐতিহ্যবাহী দু'টি পুজো কমিটি । একটি হল- বারাসত ডাকবাংলোর কাছে কল্যাণ কৃৎ সংঘ । অন্যটি যশোর রোডের পাশে বারাসত 4-এর পল্লি সর্বজনীন পুজা কমিটি । এছাড়া নৈহাটির আরও এক পুজো কমিটিকে বেছে নেওয়া হয়েছে এই পুরস্কারের জন্য ।

পুরস্কার হিসেবে পুজো কমিটির হাতে নগদ 25 হাজার টাকা, স্মারক ও মানপত্র তুলে দেওয়া হবে । কোরোনা পরিস্থিতিতে এবছর নিয়মবিধি মেনে দুর্গাপুজো করতে হচ্ছে ছোটো-বড় সমস্ত পুজো কমিটিগুলিকে । এর মধ্যেই বিভিন্ন ক্যাটাগরিতে জেলার 12টি পুজো মণ্ডপকে বেছে নেওয়া হয়েছে "বিশ্ব বাংলা শারদ সম্মান" পুরস্কারের জন্য ।

সেরা কোরোনা সচেতনতার জন্য মোট তিনটি পুজো কমিটিকে মনোনীত করা হয়েছে । একইভাবে সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা পুজোর জন্য আরও 9টি কমিটিকে বেছে নেওয়া হয়েছে ।

Last Updated : Oct 25, 2020, 8:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details