পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gaighata Bike Accident : গাইঘাটায় বাইক দুর্ঘটনায় মৃত দুই, গুরুতর আহত আরও এক - Gaighata Bike Accident

রবিবার রাতে গাইঘাটা থানা জলেশ্বর মোড় এলাকায় বেপরোয়া বাইকের গতির বলি হলেন এক পথচারী ৷ মারা গিয়েছেন এক বাইক আরোহীও (Gaighata Bike Accident) ৷ গুরুতর আহত বাইক চালক ৷

Gaighata Bike Acciden
গাইঘাটায় বাইক দুর্ঘটনা

By

Published : May 2, 2022, 9:00 AM IST

গাইঘাটা, 2 মে :যশোর রোডে বেপরোয়া বাইকের গতির বলি এক পথচারী ৷ মারা গিয়েছেন বাইক আরোহী (Gaighata Bike Accident) ৷ আর গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি বাইক চালক ৷ ঘটনাটি ঘটে রবিবার রাতে গাইঘাটা থানা জলেশ্বর মোড় এলাকায়।

পুলিশ সূত্রে খবর, মৃত পথচারী নাম দীপালি বিশ্বাস (62) ও বাইক আরোহী সঞ্জীব চক্রবর্তী (45) ৷ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি বাইক চালক প্রিয়াংশু ঘোষ। প্রিয়াংশু ও সঞ্জীব গাইঘাটার নারিকেলা এবং দীপালি দক্ষিণবাগানের বাসিন্দা। তিনি জলেশ্বর মোর এলাকায় একটি চায়ের দোকান চালাতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে জলেশ্বর মোড় এলাকায় নিজের চায়ের দোকান বন্ধ করে যশোর রোড ধরে বাড়ি ফিরছিলেন দীপালি দেবী। সেই সময় গাইঘাটা থেকে হাবড়াগামী একটি বাইক দ্রুতগতিতে এসে তাঁকে ধাক্কা মারলে রাস্তার পাশে ছিটকে পড়ে যান ৷ বাইকটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি লোহার ফলকে ধাক্কা মারে। ফলে গুরুতর আহত হন বাইকে থাকা দু'জন।

আরও পড়ুন :সাইকেল ও বাইকের ধাক্কায় মৃত 2

তরিঘড়ি স্থানীয়রা ও পুলিশ এসে তাঁদের উদ্ধার করে প্রাথমিকভাবে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে সঞ্জীব ও দীপালিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ৷ গুরুতর আহত বাইক চালক প্রিয়াংশুকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। স্থানীয়দের দাবি, বাইকটির গতি অনেকটাই বেশি ছিল ৷ তাছাড়া বাইক চালক ও আরোহী কারোর মাথায় হেলমেট ছিল না।

ABOUT THE AUTHOR

...view details