কলকাতা, 26 জুলাই:ক্রিপটো কারেন্সিতে ইনভেস্টমেন্ট করে ডবল প্রফিট করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় 17 টাকার প্রতারণার ঘটনা ঘটল শহরে ৷ এই জাতিয়াতি চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । ধৃতের নাম শ্যামানন্দ কুমার ৷ সে বিহারের চন্দনপুরা গ্রামের বাসিন্দা ৷
পুলিশ সূত্রে খবর, রাজারহাট এলাকার বাসিন্দা রাধা ঘোষ বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে, তাঁর কাছে সোশাল মিডিয়া মারফত একটি তথ্য আসে যে, ইউটিউবে ভিডিও দেখে ঘরে বসে রোজগার করা সম্ভব । সেই অনুযায়ী তিনি লিংকে ক্লিক করে নির্দেশ অনুযায়ী কাজ করেন এবং কিছু টাকা আয়ও করেন ৷ এরপরই তাঁকে হোয়াটস অ্যাপ মারফত এক ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করে জানায়, তিনি যে টাকা রোজগার করছেন তার থেকে বেশি টাকা রোজগার করতে পারবেন ক্রিপটো কারেন্সি মারফৎ । এর জন্য তাঁকে টেলিগ্রামের একটি গ্রুপে যুক্ত হতে হবে । সেই গ্রুপে যুক্ত হওয়ার পর ক্রিপটো কারেন্সিতে বিনিয়োগ করার জন্য তাঁকে প্রলোভন দেখানো হয় । এরপরে তিনি একটি নির্দিষ্ট অ্যাপ মারফত ক্রিপটো কারেন্সিতে ইনভেস্ট করতে থাকেন । পরবর্তীতে তাঁর আয় যখন লক্ষাধিক টাকায় পৌঁছে যায় তিনি সেই টাকা তুলতে গেলে সেই কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয় লাভের 40 শতাংশ টাকা সংস্থাকে দিতে হবে ৷
আরও পড়ুন: সোশাল মিডিয়ায় রিল পোস্ট নিয়ে ঝামেলা, দিদিকে খুন কিশোরের !