পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bidhannagar Arrest: সাক্ষী সিসিটিভি, সল্টলেকে ছিনতাই করে ধৃত মানিকতলার যুবক - গ্রেফতার

মানিকতলার বাসিন্দা এক যুবককে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার (Bidhannagar Arrest) পুলিশ ৷ তাঁর বিরুদ্ধে সল্টলেকে একাধিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷

Bidhannagar police arrest man allegedly involved with snatching cases in salt lake
Bidhannagar Arrest: সাক্ষী সিসিটিভি, সল্টলেকে ছিনতাই করে ধৃত মানিকতলার যুবক

By

Published : Jun 19, 2022, 7:21 PM IST

বিধাননগর, 19 জুন: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সল্টলেকের একাধিক ছিনতাইয়ের ঘটনার কিনারা করল পুলিশ ৷ ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে (Bidhannagar Arrest) ৷ বিধাননগর উত্তর থানার (Bidhannagar North Police Station) পুলিশ তাঁকে গ্রেফতার করেছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই রাতে এবং ভোরে বিধাননগর উত্তর থানার অন্তর্গত বিভিন্ন ব্লকে পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন, গলার হার ও ব্যাগ-সহ নানা ধরনের জিনিসপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠছে ৷ তারই তদন্তে নেমে একাধিক জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ ৷ তাতে দেখা যায়, একটি স্কুটারে চড়ে দুই যুবক সন্দেহজনকভাবে যাতায়াত করছেন ৷ যেসমস্ত জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল, সেইসব জায়গাতেই ওই দুই যুবককে দেখতে পাওয়া যায় ৷

আরও পড়ুন:Bidhannagar Arrest: পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

সেই ফুটেজগুলি সংগ্রহ করে বিধাননগর উত্তর থানার পক্ষ থেকে অন্য়ান্য থানায় যোগাযোগ করা হয় ৷ তা থেকেই জানা যায়, সন্দেহভাজন দুই যুবকই মানিকতলা এলাকার বাসিন্দা ৷ এরপর, শনিবার সল্টলেকের 1 নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে প্রবীর হালদার (22) নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷

পুলিশের দাবি, প্রাথমিক জেরা দোষ কবুল করেছেন ওই যুবক ৷ স্কুটারে চড়েই প্রবীর ও তাঁর সঙ্গী সল্টলেকের বিভিন্ন জায়গায় ছিনতাই করতেন বলে জানিয়েছে পুলিশ ৷ যদিও এখনও পর্যন্ত ছিনতাই করা কোনও সামগ্রী তারা উদ্ধার করতে পারেনি ৷ ধৃতকে আরও জেরা করে সেসবের হদিশ পাওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ একই সঙ্গে, তাঁর সঙ্গীরও খোঁজ চালানো হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details