বারাসত, 8 জানুয়ারি : আগ্নেয়াস্ত্র-সহ পুলিশের জালে হাসনাবাদের দাপুটে নেতা বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজি (bidhannagar police arrest babu master and two others with fire arms) । গ্রেফতার করা হয়েছে তাঁর আরও দুই সঙ্গীকেও । গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ই এম বাইপাসের ধারে একটি হোটেলের সামনে থাকে আগ্নেয়াস্ত্র-সহ পাকড়াও করা হয় বাবু মাস্টার ও তাঁর দুই সঙ্গীকে ।
পুলিশ সূত্রে খবর, একটি গাড়িকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশের । তল্লাশি চালাতেই বেরিয়ে আসে আগ্নেয়াস্ত্র । গাড়িতে তখন হাসনাবাদের দাপুটে নেতা বাবু মাস্টার-সহ আরও দু’জন ছিলেন । তিনজনকেই প্রথমে আটক করে নিয়ে আসা হয় বিধাননগর দক্ষিণ থানায় । এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ । পুলিশের দাবি, গাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার কোনও সদুত্তর দিতে না পারায় পরে পুলিশ গ্রেফতার করে ওই তিনজনকে ।
আরও পড়ুন :হাড়োয়াতে বিজেপি নেতার গাড়িতে বোমাবাজি, গুরুতর জখম বাবু মাস্টার
সামনেই রাজ্যের চার পৌরনিগমের নির্বাচন । 22 জানুয়ারি যে চারটি পৌরনিগমের ভোট হতে চলেছে, তার মধ্যে রয়েছে বিধাননগরও (BMC Election 2022) । স্বভাবতই নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র-সহ প্রভাবশালী নেতা বাবু মাস্টার ও তাঁর আরও দুই সঙ্গী পুলিশের হাতে ধরা পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে বিধাননগর পৌর এলাকায় ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতভর বিধাননগর দক্ষিণ থানায় ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । জেরা করে তদন্তকারীরা জানার চেষ্টা করছে, ঠিক কোথায়, কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল আগ্নেয়াস্ত্র । তবে, ধৃতদের কাছ থেকে ঠিক কতগুলো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, তা খোলসা করে কিছু বলতে চাননি বিধাননগর কমিশনারটের পুলিশ কর্তারা । ধৃত তিনজনকে নিজেদের হেফাজতে নিতে শনিবার বিধাননগর মহকুমা আদালতে তাদের পেশ করবে পুলিশ ।