খড়্গপুর, 28 অক্টোবর:ফের কল সেন্টারের আড়ালে প্রতারণার অভিযোগ (Call Centre Fraud) ৷ ঘটনায় গ্রেফতার (Arrest) 11 জন ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বিধাননগরের (Bidhannagar) ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা (Electronics Complex Police Station) এলাকায় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই কল সেন্টারটি থেকে মূলত বিদেশিদের ফোন করা হত ৷ এরপর তাঁদের প্রযুক্তিগত সহযোগিতা (Technical Support) দেওয়ার নামে আর্থিক প্রতারণা করা হত ৷
ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা সূত্রে খবর, সল্টলেকের সেক্টর ফাইভের এসডিএফ-এ একেএস কনসালটেন্সি নামে একটি সংস্থা খোলা হয়েছিল ৷ এই সংস্থার নামেই চালানো হত কল সেন্টার ৷ এই কল সেন্টার থেকে 'ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল' (Voice Over Internet Protocol)-এর মাধ্যমে বিদেশি নাগরিকদের ফোন করা হত ৷ নিজেদের বিভিন্ন নামী সফটওয়্যার সংস্থার কর্মী হিসাবে পরিচয় দিয়ে ফোনের অপর প্রান্তে থাকা মানুষটিকে দেওয়া হত প্রযুক্তিগত সহযোগিতা ও পরিষেবার টোপ ৷ তারপরই নানা অজুহাতে হাতিয়ে নেওয়া হত লক্ষ লক্ষ টাকা ৷