বিধাননগর, ৪ ফেব্রুয়ারি : CGO কমপ্লেক্সের দখল গতকাল রাতেই নিয়েছে CRPF(সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্স)। ফলে সেখান থেকে চলে যায় বিধাননগর পুলিশের দল। তবে আজ সকাল ৬টা নাগাদ বিধাননগর পুলিশের দুটি দল আবারও পৌঁছায় CGO কমপ্লেক্সে। প্রত্যেকের যাতায়াত নজর রেখেছে তারা। তবে কমপ্লেক্সের মেইন গেটের ভিতর তাদের ঢুকতে দেওয়া হয়নি। ভিতরে নিরাপত্তার দায়িত্বে আছে CRPF।
আজ ফের CGO-তে বিধাননগর পুলিশের দুটি দল - cgo
CGO কমপ্লেক্সের সামনে রুট মার্চ CRPF-এর
cgo
CGO কমপ্লেক্সের সামনে রুট মার্চ CRPF-এর।