পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাটপাড়া পৌরসভা পুনর্দখল তৃণমূলের, পৌরপ্রধান নির্বাচিত অরুণ বন্দ্যোপাধ্যায়

বর্তমানে ভাটপাড়া পৌরসভার 35 আসনের মধ্যে 19 টি আসন তৃণমূল কংগ্রেসের দখলে । 13টি আসন BJP-র দখলে।

By

Published : Jan 21, 2020, 3:33 PM IST

Bhatpara
অরুণ বন্দ্যোপাধ্যায়

ভাটপাড়া, ২১ জানুয়ারি : ভাটপাড়া পৌরসভা দখল করল তৃণমূল কংগ্রেস । দীর্ঘ টানাপোড়েনের পর BJP-র হাত থেকে এই পৌরসভা পুনর্দখল করল শাসকদল। আজ তৃণমূলের দখল করা এই পৌরসভার পৌরপ্রধান নির্বাচিত হন 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরুণ বন্দ্যোপাধ্যায়। তার আগে মঙ্গলবার সকালে অবশ্য বেশ উত্তেজনা ছড়ায় পৌরসভা চত্বরে। তার জেরে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। শেষ পর্যন্ত মাস দুই-তিনের জন্য তৃণমূলের এই পৌরসভার পৌর প্রধান নির্বাচিত হন অরুণ বন্দ্যোপাধ্যায়।

ভাটপাড়া পৌরসভা পুনর্দখল তৃণমূলের

আগামী এপ্রিল-মে মাসে রাজ্যজুড়ে রয়েছে পৌরসভা নির্বাচন। বর্তমানে ভাটপাড়া পৌরসভার 35 আসনের মধ্যে 19 টি আসন তৃণমূল কংগ্রেসের দখলে । 13 টি আসন BJP-র দখলে। এছাড়া এক কাউন্সিলরের মৃত্যু হওয়ায় আসনটি ফাঁকা রয়েছে । 1 টি CPI(M) এর দখলে। অন্য একটি ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন অর্জুন সিং। তিনি সাংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ইস্তফা দেন। ফলত ওই ওয়ার্ডটি কাউন্সিলর শূন্য হয়ে আছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details