ভাটপাড়া, 1 নভেম্বর : ভাটপাড়ায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত BJP কর্মীর মৃত্যু হল । মৃতের নাম বীরেন্দর সাউ (44) । বাড়ি ভাটপাড়া থানার কাঁকিনাড়ার 11 নম্বর গলিতে । পরিবারের BJP-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালিয়েছিল । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বীরেন্দর সাউ BJP কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন । তাঁর বিরুদ্ধে বোমাবাজিতে জড়িত থাকার অভিযোগ ছিল । দুর্গাপুজোর সপ্তমীর দিন রাতে তিনি বাড়ি ফিরছিলেন । সেই সময় বাড়ির কাছেই একদল দুষ্কৃতী তাঁর পথ আটকায় । পিস্তলের বাট দিয়ে তাঁকে এলোপাথাড়ি মারধর করে তারা । বীরেন্দরের মাথায় গুরুতর আঘাত লাগে । তিনি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন । পরিবারের লোকেরা তাঁকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান । সেখান থেকে তাঁকে কল্যাণীর মানসিক রোগীদের হোমে রেখে চিকিৎসা করা হচ্ছিল । ফের বুকে ব্যথা হলে শনিবার রাতে তাঁকে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালে নেওয়ার পথেই বীরেন্দরের শরীর অসাড় হয়ে পড়ে । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তিনি মৃত ।
পরিবারের দাবি, বীরেন্দরকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল । তৃণমূলে যোগ না দেওয়ায় তাঁর উপর হামলা হয়েছে । উল্লেখ্য, গত 10 অক্টোবর ভাটপাড়ায় বোমাবাজির ঘটনায় পুলিশ বীরেন্দরকে গ্রেপ্তার করেছিল । দুর্গাপুজোর পঞ্চমীর দিন তিনি জেল থেকে ছাড়া পান । এরপর সপ্তমীর রাতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন । শনিবার রাতে তাঁর মৃত্যু হয়েছে ।