ঋষিকেশ, 13 মার্চ : ঋষিকেশে রিভার ব়্যাফটিং করতে গিয়ে নিঁখোজ হলেন ব্যারাকপুরের যুবক ৷ দুর্ঘটনার পর থেকে তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং উত্তরাখণ্ড স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স ৷ তবে এখনও পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি (Tourist missing after raft overturned in Rishikesh) ৷
মুনিকিরেটি থানার শিবপুরী এবং রামঝুলার মধ্যে গঙ্গায় ব়্যাফটিং বোট উল্টে ভেসে যান চার পর্যটক ৷ তাঁদের মধ্যে দুই পর্যটককে উদ্ধার করেছে ব়্যাফটিং গাইড । বাকি দুই পর্যটকের মধ্যে একজন নিজেই সাঁতারে প্রাণ রক্ষা পান । এখনও একজন পর্যটক নিখোঁজ ৷ তিনিই ব্যারাকপুরের বাসিন্দা অঙ্কিত মুখোপাধ্যায় ৷ তবে বর্তমানে অঙ্কিত দিল্লিতে থাকেন ।
শিবপুরী ফাঁড়ির পুলিশ জানায়, দিল্লি থেকে 9 জন পর্যটক মুনিকিরেটি এলাকায় বেড়াতে এসেছিলেন ৷ এই পর্যটক দলের সঙ্গে ছিলেন অঙ্কিত ৷ ব়্যাফটিং করতে তাঁরা পৌঁছান শিবপুরীতে ৷ 2 জন থেকে যান শিবপুরীতেই ৷ শনিবার বাকি 7 জন যান ব়্যাফটিং করতে । ব়্যাফটিং চলাকালীন গলফ কোর্স র্যাপিডের কাছে হঠাৎ ভেলাটি উল্টে যায় । 4 জন ভেলা থেকে ছিটকে নদীতে পড়েন ৷ অঙ্কিতও পড়ে যান নদীতে ৷ ওয়াজাহাত ও গৌরব নামে দুই যুবক দড়ি ধরে ভেলায় ওঠেন । পঙ্কজ নামে আর একজন কিছুটা দূরে একটি পাথর ধরে ফেলায় রক্ষা পান ৷ কিন্তু অঙ্কিত নিখোঁজ হন ৷ গঙ্গার ঢেউয়ের মধ্যে তাঁকে খুঁজে পাওয়া যাননি ৷