হাড়োয়া , 9 এপ্রিল : দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে জখম এক কিশোর । রফিকুল ইসলাম নামে ওই কিশোরকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে কলকাতার আরজি কর হাসপাতালে । ঘটনাটি ঘটেছে হাড়োয়ার আটপুকুর এলাকায় । ঘটনার পিছনে রাজনীতি নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ।
জানা গিয়েছে, বছর ষোলোর রফিকুল পেশায় দিনমজুর । বৃহস্পতিবার রাতে সবে কাজ থেকে বাড়ি ফিরে ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছিল সে । কিছুক্ষণ পর বারান্দায় আসতেই দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে রফিকুল জখম হয় বলে অভিযোগ । বোমার বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা । আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন রফিকুলের মা শাহিদা বিবি । তিনি এসে দেখেন, ছেলে বারান্দায় পড়ে কাতরাচ্ছে । চারিদিক রক্তে ভেসে যাচ্ছে । তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁদের সহযোগিতায় গুরুতর আহত রফিকুলকে নিয়ে যাওয়া হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে । সেখানে তার শারীরিক অবস্থা দেখে চিকিৎসকরা অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন ৷ এরপর রফিকুলকে কলকাতার আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।