পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মিনাখাঁয় ভোটারের কলার ধরে ধমক - মালঞ্চ

মালঞ্চ 202 নম্বর বুথে ভোটদাতাকে ভয় দেখানো হয় ৷ কলার ধরে তাঁকে ধমক দেওয়া হয় ৷ গালিগালাজ করতে করতে তাঁকে রাস্তার ধারে নিয়ে যাওয়া হয় ৷ ওই ভোটারের গায়ে হাত তোলাও হয় ৷

ভোটারের কলার ধরে ধমক
ভোটারের কলার ধরে ধমক

By

Published : Apr 17, 2021, 11:07 AM IST

মিনাখাঁ, 17 এপ্রিল : ভোট দিতে যাচ্ছিলেন ৷ হঠাৎই রাস্তায় তাঁকে আটকে জামার কলার ধরে ধমক দেওয়া হয় ৷ চলে গালাগালি এবং ধাক্কাধাক্কি ৷ ঘটনাটি ঘটেছে মিনাখাঁয় ৷

আজ রাজ্যে পঞ্চম দফার ভোটগ্রহণ ৷ ছয় জেলায় 45 টি আসনে ভোটগ্রহণ চলছে ৷ এমনিতে পঞ্চম দফার ভোট শান্তিপূর্ণ হলেও কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা রয়েছে ৷ এমনই অশান্তির ঘটনা ঘটেছে মিনাখাঁ বিধানসভার চৈতল গ্রাম পঞ্চায়েতে ৷

ভোটারের কলার ধরে ধমক

মালঞ্চ 202 নম্বর বুথে ভোট দাতাকে ভয় দেখানো হয় ৷ কলার ধরে তাঁকে ধমক দেওয়া হয় ৷ গালিগালাজ করতে করতে তাঁকে রাস্তার ধারে নিয়ে যাওয়া হয় ৷ ওই ভোটারের গায়ে হাত তোলাও হয় ৷

আরও পড়ুন : বর্ধমানে মাথা ফাটল বিজেপি এজেন্টের, অভিযুক্ত তৃণমূল

ABOUT THE AUTHOR

...view details