বারাসত, 12 এপ্রিল : আগামী 17 এপ্রিল রাজ্যে পঞ্চম দফার ভোট ৷ তার আগে উত্তর 24 পরগনা জেলার পরিস্থিতি পর্যালোচনা করতে সোমবার বারাসতে এলেন নির্বাচন কমিশনের দুই বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে ও অজয় নায়েক । তাঁদের অভ্যর্থনা জানান জেলাশাসক সুমিত গুপ্তা ।
এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ জেলাশাসকের দপ্তরে পৌঁছান দুই পর্যবেক্ষক । বৈঠকে একদিকে ছিলেন তিন জেলার পুলিশ সুপার, বিধাননগর, ব্যারাকপুরের পুলিশ কমিশনার । অন্যদিকে বৈঠকে যোগ দিয়েছিলেন বিএসএফ, সিআইএসএফ, এসএসবি-সহ বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ কর্তারাও । জেলাশাসকের দপ্তরে একে একে প্রবেশ করতে শুরু করেন জেলা পুলিশ ও বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর শীর্ষ কর্তারা । সকাল সাড়ে এগারোটা নাগাদ জেলাশাসকের কনফারেন্স রুমে শুরু হয় ম্যারাথন বৈঠক, যা চলে বিকেল চারটে পর্যন্ত ।
আরও পড়ুন: শীতলকুচি চাই না, 24 ঘণ্টায় সুর বদল দিলীপের