আমডাঙা, 9 এপ্রিল : জোড়ফুল প্রতীকের পাশে বোতাম না টিপলে ভবিষ্যতে রেশন ও স্বাস্থ্যসাথীর সুবিধা খোয়াতে হবে ৷ নির্বাচনী প্রচারে এভাবেই ভোটারদের সরাসরি হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ উত্তর 24 পরগনার আমডাঙার শেখ মইনুদ্দিন নামে ওই তৃণমূল নেতা সভামঞ্চে দাঁড়িয়ে এই হুমকি দেন ৷ ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে ৷
বৃহস্পতিবার রাতে আমডাঙার রায়পুরে তৃণমূল প্রার্থী রফিকার রহমানের সমর্থনে এক পথসভার আয়োজন করা হয় । সেই সভায় ছিলেন আমডাঙা ব্লক তৃণমূলের সভাপতি জ্যোতির্ময় দত্ত সহ শাসকদলের স্থানীয় নেতারা । তাঁদের সামনেই বক্তৃতার সময় ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শেখ মইনুদ্দিনের বিরুদ্ধে । তাঁর দাবি, "তৃতীয় দফা মিলিয়ে মোট 91টি আসনে ভোট হয়ে গিয়েছে ৷ তার মধ্যে তৃণমূল একাই 70-টির বেশি আসনে জয়লাভ করতে চলেছে ৷" এরপরই হুমকির সুর শোনা যায় তৃণমূল নেতার গলায় । তিনি বলেন, "ক্ষমতায় এসে সব হিসেব নেওয়া হবে । যারা মনে করছেন পরবর্তী দফায় তৃণমূলকে ভোট না দিয়ে আইএসএফকে ভোট দেবেন, তাঁদের বলছি ডিজিটাল রেশন কার্ড ব্লক করে দেওয়া হবে । ব্লক করা হবে স্বাস্থ্যসাথীর কার্ডও । মমতা বন্দ্যোপাধ্যায়ের খাবে আর তাঁর বিরুদ্ধেই হল্লা করবে এটা চলবে না ৷"