মিনাখাঁ, 5 এপ্রিল : মিনাখাঁয় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে ভর্তি করা হয় মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ৷ পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । হাসপাতাল সূত্রে জানা যায়, তৃণমূল নেতার অবস্থা আশঙ্কাজনক ৷ ঘটনায় এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে মিনাখাঁ থানার পুলিশ ৷
বসিরহাট মহাকুমার মিনাখাঁ থানার ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের উত্তরা বাগরা গ্রাম ৷ রবিবার গভীর রাতে ওই গ্রামে একটি মেলায় গানের জলসা বসে ৷ বছর ৩০-এর বারিক মোল্লা নামে এক স্থানীয় তৃণমূল নেতা গানের জলসায় যান ৷ সেখানেই কয়েকজন দুষ্কৃতী খুব কাছ থেকে তাঁকে গুলি করে ৷ চালানো হয় বেশ কয়েক রাউন্ড গুলি ৷ স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় ওই নেতাকে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে ।