পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 5, 2021, 1:44 PM IST

Updated : Apr 5, 2021, 6:08 PM IST

ETV Bharat / state

মিনাখাঁয় গুলিবিদ্ধ তৃণমূল নেতা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

বছর ৩০-এর বারিক মোল্লা নামে এক স্থানীয় তৃণমূল নেতা গানের জলসায় যান ৷ সেখানেই কয়েকজন দুষ্কৃতী খুব কাছ থেকে তাঁকে গুলি করে ৷ স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় ওই নেতাকে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ঘটনায় এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে মিনাখাঁ থানার পুলিশ ৷

মিনাখাঁয় গুলিবিদ্ধ তৃণমূল নেতা
মিনাখাঁয় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

মিনাখাঁ, 5 এপ্রিল : মিনাখাঁয় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে ভর্তি করা হয় মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ৷ পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । হাসপাতাল সূত্রে জানা যায়, তৃণমূল নেতার অবস্থা আশঙ্কাজনক ৷ ঘটনায় এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে মিনাখাঁ থানার পুলিশ ৷

বসিরহাট মহাকুমার মিনাখাঁ থানার ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের উত্তরা বাগরা গ্রাম ৷ রবিবার গভীর রাতে ওই গ্রামে একটি মেলায় গানের জলসা বসে ৷ বছর ৩০-এর বারিক মোল্লা নামে এক স্থানীয় তৃণমূল নেতা গানের জলসায় যান ৷ সেখানেই কয়েকজন দুষ্কৃতী খুব কাছ থেকে তাঁকে গুলি করে ৷ চালানো হয় বেশ কয়েক রাউন্ড গুলি ৷ স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় ওই নেতাকে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ঘটনায় এলাকায় ব‍্যাপক উত্তেজনা তৈরি হয়েছে ।

আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

আরও পড়ুন : আজ ফের জিজ্ঞাসাবাদ, লালাকে হেফাজতে চায় সিবিআই

এক জনবহুল এলাকায় অনুষ্ঠিত হওয়া একটি গানের জলসায় কী করে দুষ্কৃতীরা গুলি চালাল ,তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে । আক্রান্ত তৃণমূল নেতার পরিবারের দাবি, পরিকল্পনা করেই তাঁকে খুন করার চেষ্টা করা হয়েছিল ৷ যে বা যারা এই কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে পরিবারের তরফ থেকে । এই ঘটনায় এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে মিনাখাঁ থানার পুলিশ । সেই সঙ্গে শুরু হয়েছে ঘটনার তদন্তও । তৃণমূল নেতার উপর গুলি চালানোর পেছনে অন্য কোনও কারণ আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে । মিনাখাঁর তৃণমূল সভাপতি মৃত্যুঞ্জয় মণ্ডল বলেন, "মিনাখাঁ আমাদের শক্ত ঘাঁটি ৷ এখানে কেউ আমাদের পরাজিত করতে পারবে না ভেবে এই পথ বেছে নেওয়া হয়েছে ৷"

Last Updated : Apr 5, 2021, 6:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details