খড়দা , 25 এপ্রিল :প্রয়াত খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহা (59)৷ করোনায় মৃত্যু হয়েছে তাঁর । বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি । আজ সকালে পৌনে দশটা নাগাদ মৃত্যু হয় তাঁর৷
করোনার উপসর্গ দেখা দেওয়ায় করোনা পরীক্ষা করেন কাজল সিনহা ৷ রিপোর্ট পজিটিভ আসায় হোম আইসোলেশনে ছিলেন তিনি ৷ এরপর রবিবার অর্থাৎ ষষ্ঠদফায় খড়দাতে নির্বাচনের ঠিক আগের দিন তৃণমূল প্রার্থী ভর্তি হন বেলেঘাটা আইডিতে ৷ আজ সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷
এদিন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । টুইটারে তৃণমূল নেত্রী বলেন, কাজল সিনহা দলের একনিষ্ঠ সৈনিক ছিলেন । তাঁর মতো একনিষ্ঠ সৈনিককে হারানো তৃণমূলের জন্য অপূরণীয় ক্ষতি । এদিন তাঁর পরিবারকে সমবেদনা জানান তৃণমূল নেত্রী । তাদের পাশে থাকার কথাও বলেছেন তিনি । শোক প্রকাশ করে টুইট করেছেন পরিচালক রাজ চক্রবর্তীও ৷
প্রসঙ্গত ষষ্ঠ দফায় খড়দাতে ভোট হয়ে গিয়েছে ৷ যদি প্রয়াত তৃণমূল প্রার্থী জয় লাভ করেন তবে সেখানে উপনির্বাচন করতে হবে ৷
আরও পড়ুন :রিলায়েন্স জুটমিল বন্ধের নোটিস, উত্তেজনা ভাটপাড়ায়