নৈহাটি, 24 এপ্রিল : ভোটের পর অশান্ত নৈহাটি ৷ নৈহাটি থানার বিজয়নগর এলাকায় ব্যাপক বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ । অভিযোগের তির তৃণমূলের দিকে । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার অর্থাৎ ভোটের দিন থেকে ৷ বিজেপির অভিযোগ, ভোটের দিন দফায় দফায় তৃণমূলের দুষ্কৃতীরা এসে তাদের হুমকি দেয় ৷ গালিগালাজ করে ৷ এরপর গতকাল রাতেও এলাকায় বিজেপির পোস্টার ও ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ ৷ তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ ৷ এমনকি, পুলিশের সামনেই গুলি ও বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ স্থানীয় বিজেপি কর্মীর দাবি, চার থেকে পাঁচটা বোম ছোড়ে তারা ৷ যদিও, সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷