বনগাঁ, 22 এপ্রিল : বনগাঁ উত্তরে তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ তৃণমূলর 4 তৃণমূল কর্মীকে মারধর ৷ তৃণমূলের অভিযোগ বিএসএফ-এর বিরুদ্ধে ৷
বিএসএফ-এর বিরুদ্ধে দলীয় কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের - বিএসএফ-এর বিরুদ্ধে অভিযোগ
ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভিড়া প্রাইমারি স্কুলের 92 ও 93 নম্বর বুথ থেকে ভোট দিয়ে ফেরার পথে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তৃণমূল কর্মীদের বেধড়ক মারধরে করে বলে অভিযোগ ৷
বনগাঁ উত্তর বিধানসভার ছয়ঘড়িয়ার ঘটনা ৷ ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভিড়া প্রাইমারি স্কুলের 92 ও 93 নম্বর বুথ থেকে ভোট দিয়ে ফেরার পথে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তৃণমূল কর্মীদের বেধড়ক মারধরে করে বলে অভিযোগ ৷ বনগাঁ উত্তরের তৃণমূল প্রার্থী শামল রায় বিএসএফ-এর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন ৷ তিনি অভিযোগ করেন, আচমকাই স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য আলাউদ্দিন মণ্ডল সহ 4 তৃণমূল কর্মীকে মারধর করে বিত্রসএফ ।
এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় ।